অনেকেই এটা ইতিমধ্যে ব্যবহার করছেন। তাদের জন্য এ পোস্ট নয়। এই পোস্ট লেখার আইডিয়া আমাকে দিয়েছে ব্লগার রনি রাজশাহী। কেউ যদি পোস্ট দেখে বিরক্ত হন তাহলে নির্দ্বিধায় একটা মাইনাস দিয়ে আসতে পারেন তার যে কোন একটা পোস্টে
প্রাকৃতিক বা মানবসৃষ্ট যে কোন কারণে ডিলিট হয়ে যেতে পারে আপনার পোস্ট। সেভ করা না থাকলে হাজারবার মাথা কুটলেও ফেরৎ পাবেন না সেটা। কিছুদিন আগে একটা পোস্ট ব্যাকাপ সার্ভিস চালু হয়েছে। সেটা দিয়ে কমেন্ট সহ পোস্ট ব্যাকাপ নেয়া গেলেও প্রধান সমস্যা হচ্ছে সব পোস্টের জন্য আলাদা আলাদা করে ব্যাকাপ নিতে হয়। বিষয়টা বেশ ঝামেলার। তারচেয়ে ফেসবুকে অটো ব্যাকাপ নেয়াটা অনেক সুবিধাজনক। এতে সামুর কমেন্টগুলো ব্যাকাপ না থাকলেও আপনার ফেসবুক ফ্রেন্ডরা পোস্ট দেখতে ও কমেন্ট করতে পারবে। বিষয়টা সম্পুর্ণ অটোমেটিক। একবার সেটাপ করার পর জীবনে আর তাকাতেও হবে না!
প্রথমে আপনার ফেসবুক একাউন্টে লগিন করুন। বাম দিকে নিচে Applications বাটনে ক্লিক করুন।
সেখানে Notes নামে একটা লিংক পাবেন।
সেটায় ক্লিক করলে পেজের ডান দিকে notes settings এর নিচে Import a blog অপশন পাবেন। ক্লিক করে আপনার ব্লগের অ্যাড্রেস দিয়ে। যেমন, আমার ক্ষেত্রে www .somewhereinblog. net/blog/freedom71। টিক দিয়ে শর্তে একমত হোন!
এরপর, আপনাকে ইমপোর্ট প্রিভিউ দেখাবে। কনফার্ম করুন। নোটস প্রাইভেসী থেকে কে কে আপনার নোট দেখতে পাবে সেটা ঠিক করে দিতে পারেন। কাজ শেষ!!!
অফটপিক: আমার [email protected] একাউন্টে যারা ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট পাঠাচ্ছেন তারা দয়া করে একটা ম্যাসেজে আপনার সামু নিকটিও দেবেন। তাহলে আমি বুঝতে পারব আপনি কে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


