ফ্রিদার নাকি রঙ নেই? তবে তার ঠোটে লাল রঙের গল্প কেন?
সাদিক মোহাম্মদ আলমের প্রশ্নের উত্তরে :
---------------------------------------
বরের সাজে তোমাকে দেখেছিলাম সেদিন
মনে হচ্ছিলো পৃথিবীর সমস্ত স্বপ্ন যেন
জড়ো হয়েছিলো তোমার দ্বিধাহীন চোখে ...
উজ্জ্বল কনের সাজে যেদিন তোমায় দেখেছিলাম
গোধূলীর সব বিহ্বল রঙ আবেশে থরো থরো
তোমার চোখের থৈ থৈ জলে অকাতরে...
কে বুঝেছিলো সেদিন তুমিও কেবল এক গৃহস্থ পুরুষ
আর তুমিও নিছক এক আটপৌঢ়ে নারী ।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



