আইফোনে আছি প্রায় মাস খানেক হই গেল
আইফোনের মত ভেজাল আর আছে নাকি
সব এপ্স ট্যাকা দিয়া কেনা লাগে
একমাত্র সেইসব বান্দারাই কইবে সবচেয়ে বেস্ট ফোনই আইফুন
গানও ভরা যায়না আইফুনে
করছি অবশ্য খেয়াল নাই। গান ভিডিও এইগুলা যাস্ট ড্রাগ এন্ড ড্রপ করি সরাসরি।এখন পর্যন্ত
কোন ফরমেট পাইলান্মা যেটা চালাইতে পারিনাই এফএলভি সহ
এসফাল্ট ৭,স্পাইডার ম্যান,ব্যাটম্যান সহ লেটেস্ট সব ধরনের গেম খেলতে পারছি।ভাবসিলাম
এপ্স কই পামু এই জিনিসের।এখন দেখি কোন এপ্স নামাবো সেটাই ভাবি
হয় শুধু ট্যাম্পল রানটাই নামাইছিলাম।আর এছাড়া এমনকি কোন এপ্স ইন্সটল করতেও আইটিউন লাগেনাই।
ফোনে ৯জিবির মত টোটাল এপ্স ইন্সটল করা আছে।কোন ল্যাগ,স্লো,হ্যাং,ক্রাশ এক্সপেরিয়েন্স করিনাই এখনও।
শান্তিতেই আছি আইফোনে।
ট্যাকা আমারে দিছে আমি আইফোন ৩জি কিনা দিছি ।পোলায় তো প্রথমে পুরাই বিলা
এন্ড্রয়েড এও ছিলাম
এইগুলা ইউজ করছি।পারফরমেন্স আইফোনের মত নয়।এইচটিসির এভো ৪জির চ্রম কনফিগ।বাট অনেক গেমই আমি
পাশাপাশি রাইখা ওপেন করছি আইফোন ৪ এ।দেখি আইফোনে ফাস্ট লোডিং হইছে।ট্যম্পল রান গেম টা তো আমার
ট্যাবরে পুরাই হ্যাং কইরা ফালাইছিল
কইয়েন না আবার।প্রাইমারি মোবাইল ওএস হেসাবে আইওএস ই প্রেফারাই।
আর কে কে আছেন আইফোনে আছেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




