আইডিপিতে রেজিস্ট্রেশন করছিলাম। বলছে পরীক্ষা ২ টা ৫০ এ শুরু হবে কিন্ত আগে গেছি ৯টার দিকে (আরেক ফ্রেন্ডের পরীক্ষা আগে ছিল তাই)।
১০ টা বাজেই পরীক্ষা নিয়া ফালাইছে
ডিসিশন মেকিং নিয়া খুবই কমপ্লিকেটেড একটা টপিক।যাইহোক বলতে শুরু করলাম এক মিনিট না হতেই আরেক টা প্রশ্ন করল কিউ কার্ডের ভিতরেই তারপর উত্তর দিলাম তারপর কার্ড টা নিয়া নিল এবং পার্ট থ্রিতে ডিসকাশন শুরু করল। প্রশ্ন যা করছে সবই উত্তর দিতে পারছি কিন্ত বলা শেষ করার আগেই অন্য কোসচেনে চলে যায় । কিউকার্ড টা দুই মিনিট পুরা বলতে দেইনাই।মোট মনে হয়৫ মিনিট লাগছে টেস্ট নিতে
নাম্বার কি আমারে কম দিব ?? আমার কিন্ত দোষ নাই উনি আমারে কোন কিছুই পুরা বলতে দেইনাই।আবশ্য এটাও ঠিক যে দুই একটু শুনলেই এরা ক্যান্ডিডেট এর অবস্থা বুঝে যায় কিন্ত তবুও
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




