যে কথা তোমায় বলতে পারিনি আজও
সে কথা এখন স্ফুলিংগ হতে চায়
ফাটে ভালবাসা জমা বারুদের মত
তরল আগুন শরীরে ছড়িয়ে যায়
পুড়ুক আগুনে আমার কান্না হাসি, তোমাকেই, আমি তোমাকেই ভালবাসি
জ্বলছে আমার ভালবাসা লেলিহান
লাফ দিয়ে ওঠে কামনার শিখাগুলো
পোড়াবে আকাশ আমার প্রেমের গান
পোড়াবে সূর্য, পোড়াবে পথের ধুলো
পুড়ুক আগুনে আমার কান্না হাসি, তোমাকেই, আমি তোমাকেই ভালবাসি
তোমাকে চাওয়ার দাবানল জ্বলে বুকে
জ্বলে পুড়ে খাক হয়েছে আমার চাওয়া
জ্বলছে আগুন আমার দুঃখে সুখে
জ্বলতে জ্বলতে হবে কি তোমাকে পাওয়া?
পুড়ুক আগুনে আমার কান্না হাসি, তোমাকেই, আমি তোমাকেই ভালবাসি
বৃথাই জন্ম বৃথাই জীবন কাটে
তুমি কাছে নেই বলেই মিথ্যা সব
ভালবাসা শুধু বারুদের মত ফাটে
তুমি ছাড়া বেচে থাকাই অসম্ভব
পুড়ুক আগুনে আমার কান্না হাসি, তোমাকেই, আমি তোমাকেই ভালবাসি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




