ঈর্ষা হয়েছিল আমার প্রচন্ড ইর্ষা হয়েছিল,
আমি যেন জ্বলে পুড়ে ছাড়খার হয়ে গিয়েছিলাম ঈর্ষার অগুনে,
আমাদের সম্পর্কটা তখনো এতটা জমাট বাঁধেনি যে তোর প্রতি আমার এতটা অভিমান হতে পারে। তাও অভিমানের জোয়ারে আমি ভেষে গিয়েছিলাম।
আমার রাত্রি ঘুম হারিয়েছে তোর অবহেলায়,
আমার সকালের সুখ মিলিয়েছে শূন্যে তোর অবহেলায়,
আমার অলসদুপুর অদৃশ্য তোর অবহেলায়।
আজ আমার অর্থহীন শব্দ লেখার দিন, একাএকা কাঁদার দিন!
তুই হেঁটে যাস,
হেসে যাস আমেকে না দেখে,
কিংবা সচেতন ভাবে আমাকে এড়িয়ে যাস। দেখিস একদিন আমি শোধ নেবই নেবো।
অঃটঃ স্মৃতির নদিগুলো এলেমেলোর একটা কমেন্ট থেকে অনুপ্রানিত হয়ে আজকে তুই করে লিখলাম।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:২৪