সর্বশেষ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে দেখা যাচ্ছে ইলেক্ট্রোরাল ভোট ডোনাল্ড ট্রাম্প ২৪৬ কমলা হ্যারিস ১৮২ ! ব্যাবধানটা মোটামুটি বেশ বড় ! মনে হয়না এই ব্যাবধান গুচিয়ে জয়ি হোতে পারবে!
আমেরিকা আবারো মনে হয় ২য় টার্মের জন্য একজন মিথ্যাবাদি প্রেসিডেন্ট নির্বাচিত করতে যাচ্ছে। এর প্রধান কারন ডেমক্রেটদের দিন দিন চরমপন্থার পথে হাঁটা! মানুষ ডেমক্রেটদের সহনশীল হিসেবে দেখতে চেয়েছে রিপাবলিকানদের তুলনায়। কিন্তু কার্যত বিপরীত রূপেই আবির্ভুত হয়েছে ! পুরো টার্মে দুটো যুদ্ধের মাধ্যমে ডেমক্রেটদের নীতিতে হত্যার সহযোগী হিসেবে আবির্ভাব ঘটেছে।
আমেরিকার জনগণ সব সময় স্রোতের বিপরীতে গিয়ে তাদের প্রেসিডেন্ট নির্বাচিত করেছে । যত প্রগতিশীল এবং সমতায় বিশ্বাসী বলে আমেরিকানরা নিজেদের দাবী করে প্রকৃতপক্ষে ততটা নয়! মহিলাদের এখনও দেশের কমান্ডার ইন চিফ নির্বাচনের বিপক্ষেই প্রমাণ করে তারা সম অধিকারের পক্ষে নয়। বরং আমেরিকায় মহিলাদের’কে টয় হিসেবেই বেশি দেখ হয়। পর্ণ এবং সেক্স ইন্ড্রাষ্ট্রির পন্য হিসেবেই মেয়েদের স্বাধীনতা দেয়া হয় ! বাস্তবতা নির্মম হোলেও প্রেজেন্টেশনের কল্যাণে তারা মেয়েদের চুপ করিয়ে রাখতে পারছে। লক্ষ লক্ষ ডলার খরচ করার পারমিশনই তাদের সব কিছু মেনে নেওয়ার মুল কারণ!
বিঃদ্রঃ প্রেসিডেন্ট ইলেক্ট / ২৭০ ইলেক্ট্রোরাল ভোট॥
সর্বশেষ