![]()
বছর দুয়েক আগে আমি ৫ম শ্রেনীর এক ছাত্র পড়িয়েছিলাম। অভিভাবকের অনেক উচ্চাশা ছেলে PEC Exam দিবে। প্রথম দিন গেলাম পড়াতে ! মাথায় হাত! বাংলা বর্ণমালা গুলোও পড়তে পারে না। সরাসরি অভিভাবককে বললাম, আমার পক্ষে ওকে কোনভাবে পাশ তো দূরের কথা ফেল করানোও সম্ভব না। অভিভাবকের অনুমতিক্রমে আমি তাকে বর্ণমালা পড়াতে শুরু করলাম। বছর শেষ। ছাত্রটি পরীক্ষায় অংশগ্রহন করলো। রেজাল্ট হল। ফলাফল! যা হওয়ার তাই হল।
কিন্তু আমার বিবেক বলে - '' আমিই ফেল করলাম!''
এবার পড়িয়েছিলাম প্রায় ৪০ জন। তাদের মধ্যেও ...............আর বলতে চাই না।
পুনশচঃ একটা সময় এরাই এ দেশকে চালাবে। বাংলাদেশ নিয়ে আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
শিক্ষার মান এভাবেই বাড়বে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




