দিনের শেষে
বেলা শেষে দিনমণি,
লাল টিপ হয়ে রয় গোধূলির আকাশে,
রক্তজবার ন্যায় আলোকিত করে সবুজকে।
শেষ বারের মত আলোর আলিঙ্গন বাতাসে।
ভ্রমরের গুঞ্জরণে মুখরিত ছিল আজকের দুপুর,
তথাপি কিছু ফুল কুমারী রয়ে গেলো।
লোমশ বেড়ালের উপদ্রব ক্রমশ বাড়ছে,
দেবদারুর ছায়ায় প্রেম মায়া হয়ে এলো।
প্রকৃতির নগ্নতা ঢাকতে আঁধার ব্যস্ত,
আলো বিহীন এ শহর যেন এক লজ্জাবতী নারী।
নাক-কাটা দানবের গল্প শোনা এক শিশুর
ভয় ধীরে গিয়েছে মহাকাশ ছাড়ি।
আজো হ্য়তো কাদবে অবুঝ বৃদ্ধা প্রদ্বীপ নিভিয়ে,
গোপন ব্যথায় গুমরে মরবে অনেক বালিকা।
জ্বলবেকি সে বাতি ঘরে প্রদ্বীপ একাকী,
আলোকিত হবে চেনা নদীর অববাহিকা।
কলঙ্ক নিয়ে উঠবে চাঁদ নীলের বুকে,
মধুময় হবে এই পূণিমা তিথির রাত।
বাঁশ বাগানে বাজবে হাওয়া্য বাঁশী,
সুন্দর রজনী,ঐ সুর্যেরই প্রসাদ।
দিনের শেষে,যখন জোনাকীর হাট বসে,
যখন হাসনাহেনা বাতাসে আতর ছিটায়।
এক নদী সুখ,হয়তবা এক নদী দুঃখ ,চুপিচুপি
ঘুমের দেশে নিভৃতে স্বপ্নের হুল ফুটায়।
ঘাসফুল......................
১০;৪৮
১৫/১০/০৭ ইং
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




