১) ইসরায়েলের আগে, একটি ব্রিটিশ ম্যান্ডেট ছিল, ফিলিস্তিনি রাষ্ট্র ছিল না
২) ব্রিটিশ ম্যান্ডেটের আগে, অটোমান সাম্রাজ্য ছিল, ফিলিস্তিন রাষ্ট্র ছিল না।
৩) অটোমান সাম্রাজ্যের আগে, মিশরের মামলুকদের ইসলামী রাষ্ট্র ছিল, ফিলিস্তিন রাষ্ট্র ছিল না।
৪) মিশরের মামলুকদের ইসলামী রাষ্ট্রের আগে, আইয়ুবী আরব-কুর্দি সাম্রাজ্য ছিল, ফিলিস্তিন রাষ্ট্র ছিল না।
৫) আইয়ুবী সাম্রাজ্যের আগে, জেরুজালেমে ফ্রাঙ্কিশ এবং খ্রিস্টান রাজ্য ছিল, ফিলিস্তিন রাষ্ট্র ছিল না।
৬) জেরুজালেম রাজ্যের আগে, উমাইয়া এবং ফাতিমীয় সাম্রাজ্য ছিল, ফিলিস্তিন রাষ্ট্র ছিল না।
৭) উমাইয়া এবং ফাতিমীয় সাম্রাজ্যের আগে, বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল, ফিলিস্তিন রাষ্ট্র ছিল না।
৮) বাইজেন্টাইন সাম্রাজ্যের আগে, সাসানীয়রা ছিল, ফিলিস্তিন রাষ্ট্র ছিল না।
৯) সাসানিদ সাম্রাজ্যের আগে, বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল, ফিলিস্তিন রাষ্ট্র ছিল না।
১০) বাইজেন্টাইন সাম্রাজ্যের আগে, রোমান সাম্রাজ্য ছিল, ফিলিস্তিন রাষ্ট্র ছিল না।
১১) রোমান সাম্রাজ্যের আগে, হাসমোনিয়া রাষ্ট্র ছিল, ফিলিস্তিন রাষ্ট্র ছিল না।
১২) হাসমোনিয়ান রাষ্ট্রের আগে, সেলুসিড ছিল, ফিলিস্তিন রাষ্ট্র ছিল না।
১৩) সেলিউসিড সাম্রাজ্যের আগে, আলেকজান্ডার দ্য গ্রেটের সাম্রাজ্য ছিল, ফিলিস্তিন রাষ্ট্র নয়।
১৪) আলেকজান্ডার দ্য গ্রেটের সাম্রাজ্যের আগে, পারস্য সাম্রাজ্য ছিল, ফিলিস্তিন রাষ্ট্র ছিল না।
১৫) পারস্য সাম্রাজ্যের আগে, ব্যাবিলনীয় সাম্রাজ্য ছিল, ফিলিস্তিন রাষ্ট্র ছিল না।
১৬) ব্যাবিলনীয় সাম্রাজ্যের আগে, ইস্রায়েল এবং জুডাহ রাজ্য ছিল, ফিলিস্তিন রাষ্ট্র ছিল না।
১৭) ইসরায়েল এবং জুডা রাজ্যের আগে, ইস্রায়েল রাজ্য ছিল, ফিলিস্তিন রাষ্ট্র ছিল না।
১৮) ইস্রায়েল রাজ্যের আগে, ইস্রায়েলের বারোটি উপজাতির ধর্মতন্ত্র ছিল, ফিলিস্তিন রাষ্ট্র ছিল না।
১৯) ইস্রায়েলের বারোটি উপজাতির ধর্মতন্ত্রের আগে, স্বাধীন কানানীয় নগর-রাজ্যের সমষ্টি ছিল, ফিলিস্তিন রাষ্ট্র নয়।
২০) প্রকৃতপক্ষে, এই জমির টুকরোটিতে প্যালেস্টাইন রাষ্ট্র ছাড়া সবকিছুই ছিল।
সুতরাং, প্যালেস্টাইন রাষ্ট্র না থাকলে কি যায় আসে? আরব, জর্ডান, লেবানন, মিশর থেকে উড়ে এসে জুড়ে বসা মরুদস্যুর দল আবার তাদের নিজ নিজ দেশে ফিরে যাবে। কারণ প্যালেস্টাইনের পূণ্যভূমির অধিকার একমাত্র ইসরাইলের।
ফিলিস্তিনরা ক্যানানাইট নয়। ক্যানানাইট হচ্ছে খাঁটি ইহুদীরা। ফিলিস্তিনরা ক্যাননে বহিরাগত। তারা জর্ডান, আরব, লেবানন থেকে আসা বহিরাগত মরুদস্যু। প্রসঙ্গত ইহুদীরা মক্কাতেও ছিল। তারা ছিল মক্কার প্রসিদ্ধ ব্যবসায়ী। আর ইয়াতরিব অর্থাৎ মদিনা পুরোটাই ছিল ইহুদীদের শহর। তায়েফেও ইহুদী ছিল।
Rezaul Manik

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




