
কারণ লোক মদ খেলে খুবই ভুলভাল কাজ করে। খুব ছোটবেলায় এটা আমি নিজের চোখে দেখেছি। ঘটনাটা এতটাই নাড়িয়ে দিয়েছিল, যে সেই দিনই ঠিক করে ফেলেছিলাম, জীবনে মদ খাব না।
তখন আমি ক্লাস সিক্সে পড়ি। একদিন পড়তে যাওয়ার সময় এক পাড়াতুতো কাকুর সাথে দেখা, যাকে আমি জীবনে কোনওদিন মাতাল অবস্থা ছাড়া দেখিনি।
তো সেই নেশায় চুর অবস্থায় কাকু জানতে চাইলেন, "কোথায় যাচ্ছিস?" আমি যথারীতি জানালাম যে অঙ্ক করতে যাচ্ছি।
শুনে কাকু বললেন, "বাহ, মন দিয়ে করবি। তা কিসের অঙ্ক?"
-"এই আপাতত Deci mal..."
-"হুম, ওটা খুবই ভাল। তবে বিদেশি মাল আরও ভালো। নেশাটা আরও ভালো হয়।"
(ফুটনোট : "Deci mal..."~ দেশি মাল
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




