আমাদের বন্ধু রাজিব নুর বিয়ের জন্য পাগল হয়ে উঠেছিল।
আমাকে এবং সবাইকে তার জন্য একটা মেয়ের ব্যবস্থা করে দেবার জন্য ঘ্যান ঘ্যান করতে লাগল।
এইরকম ঘ্যান ঘ্যানে বিরক্ত হয়ে আমি একটা মেয়ে দেখে রাজিবের বিয়ে দিয়ে দিলাম।
মেয়ে যাই হোক ,রাজিব খুব খুশি!!
একদিন রাজিব তার বউকে নিয়ে ঘুরতে বেরোলো।
একজন এসে বলল,বাবু অন্ধকে কিছু সাহায্য করুন।
রাজিব বলল,তুমি সত্যিই অন্ধ, না অন্ধের ভান করছ?
সেই লোকটা বলল,বাবু সুন্দরী মহিলার সামনে আমি মিথ্যা কথা বলিনা।
রাজিব তখন বলল, "না! তুমি সত্যি সত্যিই অন্ধ!!"
তারপর তাকে ১০০টাকা দিল।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০২