
১. ব্রহ্মদৈত্য: ব্রাহ্মণ ভূত।সাদা ধুতি ও পৈতা পড়েন।এনারা পবিএ ভূত হিসাবে পরিচিত।
২.মামদো ভূত: মুসলমান ভূত।এনাদের পা নেই হাওয়ায় ভেসে থাকেন। কবরস্থানে থাকেন।
৩.পেত্নী: বদমেজাজী অবিবাহিত মেয়ে ভূত।এনারা যেকোনো আকৃতি ধারন করতে পারেন। এনাদের পা-এর পাতা পেছনের দিকে ঘোরানো থাকে।
৪.শাকচুন্নি: বিবাহিত মহিলা ভূত।শাড়ি ও হাতে শাঁখা পড়েন।এনারা শেওড়া গাছে বাস করেন।
৫.ডাইনী: জীবিত বৃদ্ধ নারী যিনি কালাযাদু/ ডাকিনীবিদ্যা জানেন।গ্রামের বাচ্চাদের রক্ত খেয়ে আয়ু বাড়ান।
৬.নিশি: ভয়ংকর ভূত। এনারা কোনো মানুষের ডাক নকল করতে পারেন। গভীর রাতে তিনবার নাম নিয়ে ডাকেন।
৭.স্কন্ধকাটা: মাথাবিহীন ভূত। কোনো দুর্ঘটনা-য় মৃত্যু-র আগে মাথা কেটে গিয়েছিল।
৮.মেছো ভূত: মাছলোভী ভূত। গ্রামের পুকুরপাড়ে বাস করেন।
৯. দেও: জলাশয়ে বসবাস করেন। এনারা মানুষকে জলে ডুবিয়ে মেরে ফেলেন।
১০. কানাখোলা: মাঠের ধারে থাকেন। মানুষ-কে পথ ভুলিয়ে ঘোরের মধ্যে ফেলে মেরে দেন।
১১.পেঁচাপেঁচি: জোড়া ভূত। দেখতে পেঁচা-র মতো। গভীর জঙ্গলে থাকেন।
১২. চোরাচুন্নি: চোর ভূত। এনারা পূর্ণিমা-র রাতে বের হন।
১৩.গেছোভূত: গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা ভূত। এনারা গাছে থাকেন।
১৪.আলেয়া: জলাশয়-এর ভূত। জেলেদের শিকার করেন এনারা
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




