
হাতিরপুল, ঢাকা।৭০ এর দশক।

১৯০৪ সালে ঢাকার লালবাগ কেল্লার দক্ষিণ গেট ।

পুরানা পল্টনের বটতলা মসজিদের সামনে ঢাকার নবাবদের অশ্বারোহী রক্ষীদল। এঁরা ছিলেন মূলত 'তুর্ক-সওয়ার'।
সময়কাল: ১৮৮০-এর দশক ।

শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক।ছবিটি তুলেছেন: লাইফ ম্যাগাজিনের ফটোগ্রাফার জেমস বার্ক।

পাকিস্তান আমলে গুলিস্তান সিনামা হলের পাশে CHU CHIN CHOW রেস্টুরেন্টের এর আডভারটাইজ।

ঢাকার একটি রাস্তায় কলাগাছ , চাষাবাদ করা হচ্ছে না .। চোরে ম্যানহলের ঢাকনা খুলে নিয়ে গেছে , যাতে এক্সিডেন্ট না হয় তাই কেউ দয়া করে এটি বসিয়ে দিয়ে গেছে । নিউজ - ১৬ অক্টোবর ১৯৭২ সাল ।

বড় ছেলের বিয়ের দিনের ছবিতে অভিনেতা
ওয়াসিমুল বারী রাজীব।
সময়কাল :১৯৯০ এর দশক।

৪ জুন ১৯৯৯ : ইংল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ঐতিহাসিক জয়লাভ করায় এ দিন জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিশাল এক জনসমাবেশে খেলোয়াড়দের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে ক্রিকেট দলকে উপহার স্বরূপ ৫০ লক্ষ টাকার চেক প্রদান করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে ধানমণ্ডি ১৮ নম্বর সড়কের একটি বাসায় কার্যত ব*ন্দী করে রাখা হয়েছিল। ১৭ ডিসেম্বর ১৯৭১, সেখান থেকে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক তাঁদের মুক্ত ও নিরাপত্তা নিশ্চিত করার পর সাধারণের উদ্দেশ্যে অভিবাদন জানাচ্ছেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব (৮ আগস্ট ১৯৩০ - ১৫ আগস্ট ১৯৭৫) ।
এ বাড়ির সামনেই শহীদ হয়েছিলেন ডাঃ ডোরা এবং তাঁদের গাড়িচালক মনির।
ছবিঃ আব্বাস আত্তার ।
তথ্যসূত্র: গেরিলা ১৯৭১

("বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র" থেকে পাওয়া।)
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




