ক্লান্ত উৎপল দত্ত গ্রিনরুমে বসে, সবে মদের প্রথম পেগটা নিয়েছেন। পর্দার ফাঁক দিয়ে দেখে কেউ একজন টিপ্পনি কাটল : ‘দ্যাখ দ্যাখ ... মাল খাচ্ছে রে !’
উৎপল দত্ত সে কথা শুনেও, নির্বিকার চিত্তে উঠে এলেন মঞ্চে।
ভাবলেশহীন ওঁর সিগনেচার গলায় বললেন :
‘কে বললেন ভাই ? কথাটা কে বললেন, পিছন থেকে ? না না ... কোনও ভয় নেই, একটু এগিয়ে আসুন ভাই ।’
সকলেই একটু ঘাবড়ে গেছে ... হাজার হোক দিকপাল লোক সামনে বসে ।
উৎপল বাবু আরও বার কয়েক প্রশ্ন করার পর, একজন সামনে এসে ভীরু কন্ঠে বলল : ‘স্যার আমি ... ।’
উৎপল বাবু এবার জলদগম্ভীর কন্ঠে বলে উঠলেন : ‘ভাই নাটকটা দেখছেন তো ? ভাল লেগেছে ?’
সে বললো : ‘হ্যাঁ স্যার ... কি যে বলেন, দুরন্ত নাটক !'
ফের গম্ভীর প্রশ্ন, : ‘এটি কার লেখা, সেটা জানেন ?’
‘হ্যাঁ স্যার জানি, আপনার ... ।’
‘বেশ ... কার পরিচালনা বলুন তো ?’
‘সেও তো আপনারই ।’
‘বাহ বাহ, বেশ ... আর অভিনয় ? কার অভিনয় ভাল লাগল ?'
‘কি যে বলেন স্যার ... অবশ্যই আপনার ... আপনি থাকতে আর কার ভাল লাগবে !’
এবার উৎপল বাবুর শেষ এবং মোক্ষম কভার ড্রাইভ : ‘তাহলে বলছেন,
অভিনয় করব - আমি !
পরিচালনা করব - আমি !
নাটকটা লিখব - আমি। ...
আর মালটা খাবেন আপনি ?

সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:৪৩