
বাংলাদেশে 5 ই আগস্ট শেখ হাসিনাকে তাড়ানোর পেছনে এর ভূমিকা সর্বাধিক। ফ্রান্স থেকে ইউটিউব আর টেলিগ্রামের মাধ্যমে এই পিনাকী বলে দিত কোথায় কোথায় আন্দোলন হবে। কি পুড়িয়ে ফেলতে হবে। পুলিশকে কিভাবে মারতে হবে। ইত্যাদি। ইত্যাদি। এবং আমি দেখতাম এর ইসলামিক উগ্রপন্থী সাপোর্টার ঠিক তাই করছে।
আমি যদ্দুর এর পারসোনাল লাইফ নিয়ে জানি, এই লোক ডাক্তারি পাশ করে , হিন্দু হওয়ার জন্য কোথাও সরকারি চাকরি পায় নি। একটা ফার্মা কোম্পানিতে মার্কেটিং এর চাকরি নিতে বাধ্য হ্য়।
কেন এই ঘটনা উল্লেখ করছি ? আমার এর ব্যাপার স্যাপার মহাভারতের শকুনি চরিত্রের মতন লাগে। শকুনি আসলে দুর্যোধনকে ধ্বংস করতে পরামর্শদাতা হয়েছিলেন। নিজের সমস্ত বুদ্ধিকে লাগিয়েছিলেন বন্ধুর ভূমিকায় অভিনয় করে কুরু বংশ ধ্বংস করতে । উদ্দেশ্য ছিল পিতৃহত্যার প্রতিশোধ।
পিনাকী যা করছেন তাতে লাভ হচ্ছে গুজরাটের ব্যবসায়ীদের। বাংলাদেশ থেকে টেক্সটাইল ব্যবসা চলে যাচ্ছে গুজরাটে। অনেকে বলেন তিনি ভারতের RAW এজেন্ট। বাংলাদশের এই অরাজকতা চালানোর জন্য তাকে ব্যবহার করে র। এটা হতেই পারে বাংলাদেশে এই বিপ্লব ঘটিয়ে ইসলামিক উগ্রপন্থী দেশ বানানোর পেছনে ভারতের হাত আছে। কারন এটা হলে পশ্চিম বঙ্গের ভোটে বিজেপির লাভ। ভারতের ব্যবসায়ীদের লাভ। বাংলাদেশের গর্বের টেক্সটাইল শিল্পের 50% এখন ভারতে চলে গেছে।
বাংলাদেশের অধিকাংশ জনতা দুর্যোধনের মতন মাথা গরম , অল্প বুদ্ধির। ভারত বিরোধিতায় অন্ধ । যেমন দুর্যোধন অন্ধ ছিলেন পান্ডব বিরোধিতায়। এই অন্ধ ঘৃণাকে আরো উস্কে দিয়ে নিজের উদ্দেশ্য সিদ্ধ করেছিলেন শকুনি।
পিনাকির কাজকর্মের এই একটাই মাত্র উত্তর পেয়েছি। বাংলাদেশের মুসলামানদের অন্ধ ভারত বিরোধিতা আরো উস্কে দিয়ে বাংলাদেশকে অস্থির ব্যর্থ দেশে পরিনত করা। যাতে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে দুর্বল হয়ে যায়। অর্থনৈতিক ভাবে দুর্বল দেশের সামনে নতজানু হয়ে চলা ছাড়া উপায় থাকে না।
কেন আমার মনে হচ্ছে পিনাকী র এর এজেন্ট ?
এক, খালিস্থানী বা কাশ্মীরি যারা বিদেশে ভারত বিরোধিতা করতে অভ্যস্ত ছিল ( যাদের ইনফ্লুয়েন্স পিনাকীর 1% ও না ) র তাদের দেশে , তাদের মুখ চিরকালের জন্য বন্ধ করে দিয়েছে। পিনাকী এদের থেকেও অনেক বড় ভারত বিরোধী হনু। একে তাহলে এইভাবে ছেড়ে রেখেছে কেন ?
দুই, 5 ই আগস্ট এর পরেও এই লোক বাংলাদেশে ফেরে নি। ফ্রান্স এই থেকে গেছে। কেন ? এর কীর্তিকলাপ দেখলেই বুঝবেন । এর একটাই কাজ । ফ্রান্সে নিরাপদে থেকে বাংলাদেশে আরো অরাজকতা তৈরি করা। সেটা বাংলাদেশে থেকে করলে অন্যদের হাতে মারা পড়ত।
তিন, এইটা শোনা যায়, শেখ হাসিনার সরকার র কে অনুরোধ করেছিল পিনাকীকে ফ্রান্সে হত্যা করার জন্য। র পাত্তা দেয় নি। খুব অস্বাভাবিক। কারন এই লোকটা সারাদিন ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। ভারতের ব্যবসার ক্ষতি করার চেষ্টা করছে।
কিছু ব্যাপার আছে। প্রকাশ্য না। শকুনি তত্ত্ব ছাড়া কোন ব্যাখ্যা নেই।।
এই পিনাকী লোকটার মোরালিটি বলতে কিছু নেই। জাল ওষুধ তৈরি করে বিক্রি করতে গিয়ে ধরা খেয়েছে। এটা সবাই জানে। প্রথম চাকরিতে যে ভদ্রলোক চাকরি দিয়েছিল, তার গার্ল ফ্রেন্ডকে নিয়ে টানাটানি শুরু করলে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য হয়। খুব ইন্টারেস্টিং ঘটনা। দুই বিবাহিত পুরুষ যখন এক মহিলার অবৈধ প্রেমে হাবুডুবু খায় সেটা দুই অবিবাহিত পুরুষের ত্রিকোণ প্রেমের থেকেও ভয়ংকর।
(বিপ্লব দা )
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




