১.
অস্তিত্বহীন
আমি নেই, ছিলাম না কোথাও কোন কালে
জড়াতে পারিনি নিজেকে জীবন নামক মায়ার জালে
আমি হাটলে রোদে ছায়া পড়ে না
স্পর্শে নুয়ে পড়ে না লজ্জাবতীর পাতা
ঝড়ে পড়া শুকনো পাতায় শুনা যায় না কোন মর্মর শব্দ
আমার জন্য কেউ হাসে না, কাঁদে না
অপেক্ষায় বসে থাকে না
কেউ ভাবে না প্রখর রোদ্রে পুড়ে যাবে
ঠান্ডায় জমে যাবে
বৃষ্টি হলে ভিজে যাবে।
আমি এতটাই অস্তিত্বহীন
ভরা জোছনায়ও আমি তাই অন্ধকারে বিলীন..।
২.
যন্ত্র মানব
বোকারাই না কি প্রেমে পড়ে
তারা গাছের প্রেমে পড়ে, মাছের প্রেমে পড়ে
রং বেরঙের প্রজাপতির প্রেমে পড়ে,
উড়ে বেড়াতে চায় তার ডানায় ভর করে
তারা ঘাস ফড়িং এর প্রেমে পড়ে
ঘাসের বুকে জমে থাকা শিশিরের প্রেমে পড়ে
সকাল বেলা মিষ্টি রোদের প্রেমে পড়ে
তারা টিনের চালে বৃষ্টির গানে প্রেমে পড়ে
বর্ষায় গাছের শাখায় শাখায় ফুটে থাকা কদমের প্রেমে পড়ে
কৃষ্ণ চুড়ার গায়ে লেগে থাকা আগুনের প্রেমে পড়ে
তারা গন্ধে মাতাল কাঠাল চাঁপার প্রেমে পড়ে
কাজল কালো দিঘীর জলের মত ভেজা চোখ,
টোল পড়া গালে মুক্ত ঝড়ানো হাসির প্রেমে পড়ে
আবার ভরা জোছনায় অন্ধ হয় তবুও
হাত বাড়িয়ে তা ধরার চেষ্টা করে...
এত কিছু কি করে জানলাম?
এক সময় আমিও যে বোকা ছিলাম
তবে এখন আর নই
মানব দেহে যন্ত্র আমি,
নিজের মাঝেই গুটিয়ে রই..।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




