আমি বেকার, তবে এ বেকারত্ব একান্তই আমার।
কারন আমি স্বাধীনতা পছন্দ করি, সে স্বাধীনতা- চরম স্বাধীনতা।
তবে তাই বলে কারও ক্ষতি আমি করিনা।
ঘুরে ঘুরে বেড়ানোই আমার কাজ। ঘুরে বেড়াই আর দেশটাকে দেখি।
দেখি আর দেখি...চোখ ভরে দেখি... মন ভরে দেখি...দেখি আর দেখি...
আমার কাছের জনেরা বলে- এটা নাকি জীবন নয়। চাকরীটাই মুখ্য...
আজ আমি একটা ফার্মে এসেছি, আসলে আসতে বাধ্য হয়েছি।
কি অমানবিক, আজ কিন্তু শুক্র বার, ছুটির দিন। এখন রাত ৮ টা। আমার নতুন বস মিটিংএ আছে। তাই আমারো ছুটির ঘন্টা বাজেিন।
আজ বই মেলার শেষ দিন, বিকাল থেকে মনটা সেদিকেই পড়েছিল...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




