আমি এক মৃত নগরীরর এখনো জীবন্ত একটি রাস্তার মোড়ের কথা বলছি। সেই শহরে আজও কিছু মুক্ত মানুষের সন্ধান পাওয়া যায় - যারা এখনো বেঁচে আছে। কিন্তু কতজন বেঁচে আছে তার কোন পরিসংখ্যান পাওয়া যায়না। কারন এদের সংখ্যা প্রতিনিয়তই পরিবর্তনশীল। আর তারা যে সকলেই এই শহরের আদি বাসিন্দা - এমন নয়। কেউ কেউ এসেছে ঐ অনেকদূরের পাহাড় শ্রেনীর ওপার থেকে, কেউ এসেছে উত্তরের রুক্ষ এলাকা থেক, কেউ বা এসেছে দক্ষিন থেকে- নৌকা করে, কারো গায়ে এখনও রেগে আছে গ্রামের সোদা গন্ধ। এছাড়াও আরও অনেকে এসেছে অনেক এলাকা থেকে।
কেউ এসেছে জীবিকার টানে, কেউবা ঘুরতে ঘুরতে পথ ভুলে। এদের মধ্যে ব্যাংকার যেমন আছে, বেকারও তেমন আছে। আছে মাস্টার, ডাক্তার আর লাইব্রেরীয়ান। কবি আর শিল্পি ছাড়াও আছে আইন ব্যবসায়ী আর নদীর মাঝি। আরও অনেকে আছে যারা কি করে তা আজও জানা হয়নি।
তবে যে যাই করুক কাজের মত তাদের বয়সেরও কোন উর্ধ্ব কিংবা নিম্ন সীমার বাধ বিচার ছিলনা। সারা দিন এরা শহরের মৃত মানুষের ভিড়ে মিশে থাকে। কিন্তু সন্ধ্যায় যখন মৃত মানুষেরা সারি সারি ঘরে ফেরে, তারা তখন চলে আসে সেই মহা স্থানে। তারা বাম দিক দিয়ে আসে, ডান দিক দিয়ে আসে; আসে উত্তর দিক থেকে, দক্ষিন দিক থেকে। তাদের আগমনের পদধ্বনীতে তখন জীবন্ত হয়ে উঠতে থাকে মোড়টি।
তাদের বসার জেন্যে কোন চেয়ার কিংবা মাদুরের ব্যবস্থা নেই। যদিওবা দু'একটা বেঞ্চি আছে, তাও সেই চা-ওয়ালাদের। ফুটপাথই তাদের একমাত্র ভরসা। বর্ষায় দোকানের সেড ছাড়া মাথা গোজার ঠাই নেই। তারপরও কারও মনে কোন অভিযোগ নেই। বরং তখন তারা ঝাল-পিয়াজ দিয়ে ক্ষিচুড়ি খাওয়ার গল্প বলে। শীতকালে ঠান্ডায় কাঁপতে কাঁপতে তারা সন্ধ্যা-রাত্রির কাঁচা রসের মিস্টি সুবাসের কথা বলে, তারা আসলে তাদের অতীতের কথা বলে। মাঝি বলে নদীর কথা, ফারাক্কা বাঁধের কথা। ভবঘুরে বেসুরা গলায় গায়- দেখা হয়নায় চক্ষু মেলিয়া__। কবি একটা কবিতা বলে। শিল্পী একটাটুকরা লাল দিয়ে দেয়ালের গায়ে একটা ছবি আঁকে, আইনের মানুষ হয়তো তখন আইনের কথা বলে। প্রকৃতি প্রেমী ভাবে, যদি লোডসেডিং এর সাতে সাথে উঁচু ভবন গুলোও মিলিয়ে যেত তবে দিগন্ত বিস্তৃত তারা ভরা আকাশ দেখা যেত...
এই ভাবে তাদের বাক্য গুলো, ভাবনা গুলো দেশ ছাড়িয়ে বিদেশে, বিশ্ব ছাড়িয়ে মহাবিশ্বে ভ্রমণ করতে থাকে। কখনো তারা ১-১-১ না ০-১-০ তা নিয়ে বিতর্ক করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। কথায় কথায় রাতও বেড়ে গভীর হয়। তখন তারা আবার ফিরে যায় মৃতদের মাঝে, শুয়ে পড়ে তাদের পাশে। তবে ফিরে যাওয়ার আগে তারা আগামীকাল আবার মিলিত হওয়ার কথা বলে। এই একই ধারা প্রবাহিত হয়ে আসছে অতীত থেকে। এবং একই ধারা বর্তমান হয়ে এগিয়ে যাবে ববিষ্যতের দিকে। যদিও ভবিষ্যত অনিশ্চিত । কারন এদের মধ্যে অনেকেই বিদায় নিয়েছে, কেউ কেউ বিদায় নিয়েছে চিরতরে। আমাকেও বিদায় নিতে হয়েছিল একদিন...
যদি কোন দিন পথপরিক্রমায় তুমি হাজির হও সেই মৃত নগরীতে, সন্ধান করো সেই মিলনাস্থানটির। যেখানে তুমি পেতে পার অনেক প্রশ্নের অজানা উত্তর।।
আলোচিত ব্লগ
হাদিকে গুলি করলো কে?
হাদিকে গুলি করলো কে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী রাজপথের অকুতোভয় লড়াকু সৈনিক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন
মানুষের জীবনের চেয়ে তরকারিতে আলুর সংখ্যা গণনা বেশি জরুরি !

বিজিবির সাবেক মহাপরিচালক জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দেশবাসী একটা নতুন শব্দ শিখেছে: রুট ভেজিটেবল ডিপ্লোম্যাসি। জুলাই আন্দোলনের পর যখন সবাই ভাবছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমন... ...বাকিটুকু পড়ুন
ইতিহাসের সেরা ম্যাটিকুলাস ডিজাইনের নির্বাচনের কর্মযজ্ঞ চলছে। দলে দলে সব সন্ত্রাসীরা যোগদান করুন‼️

বাংলাদেশের ইতিহাসে সর্ব নিকৃষ্ট দখলদার দেশ পরিচালনা করছে । ২০২৪-এর পর যারা অবৈধ অনুপ্রবেশকারী দিয়ে দেশ পরিচালনা করছে । তাদের প্রত্যেকের বিচার হবে এই বাংলার মাটিতে। আর শুধুমাত্র... ...বাকিটুকু পড়ুন
হাদির হত্যাচেষ্টা: কার রাজনৈতিক ফায়দা সবচেয়ে বেশি?

হাদির হত্যাচেষ্টা আমাদের সাম্প্রতিক রাজনীতিতে একটি অশনি সংকেত। জুলাই ২০২৪ আন্দোলন-পরবর্তী সময়ে বাংলাদেশের দ্বিধাবিভক্ত সমাজে যখন নানামুখী চক্রান্ত এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক অন্তর্কলহে শিক্ষা, স্বাস্থ্য ও আয়-উন্নতির গুরুত্বপূর্ন প্রশ্নগুলো... ...বাকিটুকু পড়ুন
আমি আর এমন কে

যখন আমি থাকব না কী হবে আর?
থামবে মুহূর্তকাল কিছু দুনিয়ার?
আলো-বাতাস থাকবে এখন যেমন
তুষ্ট করছে গৌরবে সকলের মন।
নদী বয়ে যাবে চিরদিনের মতন,
জোয়ার-ভাটা চলবে সময় যখন।
দিনে সূর্য, আর রাতের আকাশে চাঁদ-
জোছনা ভোলাবে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।