আজকে ঘুম থেকে উঠে প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম।গতকাল প্রায় সারারাতই ঘুমাইনি।ঠাণ্ডা আর মশার কামড়কে বুড়ো আঙুল দেখিয়ে জেগে ছিলাম...

..টিভিতে নির্বাচনের খবর আর অন্তর্জালে ঘোরাঘুরি করে রাতটা কেটে গেল।অবশ্য এমন প্রায়ই হ্য়।কিন্তু রাতজাগার জন্য বিন্দুমাত্র ক্লান্তিবোধ নেই আজকে।আগেই ধারণা করেছিলাম মহাজোট জিতবে...কিন্তু এত বড় ব্যবধান হবে ভাবিনি।তবু সাকাচৌ আর জামায়াত ২টা আসন পেয়ে যাওয়ায় কিন্চিৎ ব্যথা পেলাম।যারা এদের ভোট দিল তারা সবচেয়ে বড় রাজাকার।তাই এরাও বেঈমানীর ফল পেয়ে যাবে।এবারের নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল জামায়াতে ইসলামি'র এত বড়সড় একটি লাথি খাওয়া।রাজাকারগুলোকে দেশের মানুষ লাথি মারছে।এরচেয়ে আনন্দের আর কিছু নাই.....



.....আমি গান গাই....
....প্রিয় মৃত্তিকা প্রিয় জন্মভূমি প্রিয়তম স্বদেশ
তুমি ভয় পেয়ো না মাগো ......
আমরাও জেগে আছি....এই ধূসর রাত্রিতে
তোমাকে এনে দেবো পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল দিন.........
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৯