গত আট বছর ধরে প্রায় নিয়মিত বাসে যাতায়াত করি।এই দীর্ঘ সময় ধরে বাসে যাতায়াতের কারণে বিচিত্র রকমের অভিজ্ঞতা হয়েছে এবং হচ্ছে।আজ প্রচণ্ড গরমে আলুপঁচা হয়ে লাইনে দাঁড়াতে দাঁড়াতে যখন অধৈর্য্য হয়ে পদযুগলের সদ্ব্যবহার করব ভাবছি তখনি আসল বাসটা...
লাইনে ১৩-১৫ জন লোক।বাস আসার সাথে সাথে কিছু লোক নতুন এসে টিকেট কেটেই হুড়মুড় করে দৌড় দিল।আর কে পায়...... ধাক্কাধাক্কি হুলস্থুল অবস্থা।সীট পাবার কোন আশাই নেই জেনেও উঠে পড়লাম।কে জানে পরের বাস আস্তে আবার কতক্ষণ লাগে।ভাগ্য ভাল(!) ...পুরা বাসে কোন ফাঁকা জায়গা না দেখে যখন দাঁড়িয়েই যেতে হবে ধরে নিলাম তখনি চোখে পড়ল বয়স্ক এক লোক পা ছড়িয়ে সামনে বসে আছেন সামনের সীটে।পাশে একটা ২০-২২ বছরের ছেলে,হাতে ডায়রি,কলম।''স্কিউজ মি...আঙ্কেল...এখানে জায়গা ফাঁকা আছে?''জিজ্ঞেস করতেই আগ্রহের সাথে একটু সরে আমাকে জায়গা দিলেন বসার।যতটুকু জায়গা ছাড়লেন তা একজন মানুষের বসার জন্য ন্যুনতমের থেকেও কম।বললাম...''আঙ্কেল আরেকটু সরে না বসলে তো বসা যাচ্ছে না।''খুবই নিরসবদনে তিনি পা দুটো আরও কিঞ্চিত সরালেন।কি আর করা।অগত্যা বসে পড়লাম।আঁড়চোখে পর্যবেক্ষণ করে দেখলাম যদি আমার দখলকৃত জায়গাকে একক ধরি তাহলে আমি : আঙ্কেল : ছাত্র এই তিনজনের দখলকৃত জায়গার অনুপাত ১ : ২ : ১.২৫।মেজাজটা আরও খারাপ হয়ে গেল কারওয়ান বাজার আসার পরে।বেটা হাই তুলে আরেকটু আয়েস করে আরও কিছু জায়গা নিয়ে বসলেন।জায়গার অনুপাত পরিবর্তিত হয়ে তখন ০.৭৫ : ২.২৫ : ১.২৫।বলেই ফেললাম...''আঙ্কেল এইভাবে হাত পা ছড়িয়ে বসার অভ্যাস থাকলে তো আরেকটা ফোল্ডিং চেয়ার সাথে নিয়ে আসলেই পারতেন।''আমার কথায় তিনি বিশেষ পাত্তা দিলেন বলে মনে হল না।লোক দেখাতে কিঞ্ছিৎ সরে বসলেন ঠিকই কিন্তু একটু ঝাঁকিতেই বারবার গায়ের উপর পড়তে লাগলেন।ভাগ্য অতিশয় সুপ্রসন্ন ...তখনই পাশের সীটটা খালি হল।২৫-২৬ বছরের একটা ছেলে পাশে সরে গিয়ে সুন্দরমতো জায়গা করে দিলেন।বাকি রাস্তাটুকু আর কোন নতুন অভিজ্ঞতা ছাড়াই গন্তব্যে পৌঁছালাম।
যাই হোক...দীর্ঘদিনের বাসে চড়ার অভিজ্ঞতা থেকে আমার একটা উপলব্ধি হল যেকোন মধ্যবয়স্ক বা বৃদ্ধলোকের পাশে বসার থেকে অল্পবয়স্ক পোলাপানের পাশে বসা তুলনামূলক অনেক বেশী স্বস্তিকর।বয়স্ক গুলা মাঝবয়স বা শেষ বয়সে এসে যে নোংরামিগুলা রাস্তাঘাটে করে তাতে বারবার আর প্রতিবাদ করতেও আলস্য লাগে।ঠিক করছি এখন থেকে এইসব কৃমিমানবগুলোর সাথে দেখা হলে আর বাকশক্তির অপব্যয় না করে হস্তশক্তির উপযুক্ত ব্যবহার করব।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




