উবুন্টু সেট আপ করার সময় হার্ডডিস্ক পাটিশন করতে বলে। হার্ডডিস্ক পাটিশন করলে কি আমার কম্পিউটারের সব ডাটা ডিলেট হয়ে যাবে। তাই সেট আপ দিতে ভয় পাচিছ।
windows এর ভিতর সেট আপ দিলাম কিন্তু তারপর দেখি কোন কিছুই করতে পারিনা। গান শোনা, মুভিদেখা। শুধু প্লাগইন চায়। আমার ইনটারনেট কানেকশন ও নাই। কি করি???? উবুণ্টুর সফটয়্যার গুলো কি সিডি আকারে পাওয়া যায়? অথবা কোথা থেকে ডাউনলোড করতে পারব।
আমি শুনেছি উবুণ্টুতে নাকি windows এর সফটয়্যার চালানো যায়!!!! কিভাবে চালাবো????
আমার এক বন্ধুর কাছ থাকে .deb ফরমেটে কিছু সফটয়্যার নিলাম কিন্তু সব গুল ইন্সটল হয় না। আর tar.bz2 ফরমেটের সফটয়্যার গুল ইন্সটল করতে কমান্ড দিতে বলে, কিন্তু কমান্ড কোথায় দিব কিছুই বুঝতেছি না। আমার ওই বন্ধুও পারে না। কি করবো????????
দয়া করে জানালে খুবই উপকৃত হব।।।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




