BCS ICT WORLD এ তাদের একটি স্টল ছিল এবং সেখানে ফ্রী ইন্টারনেট ব্যাবহার করতে দেয়। আমি গেলাম আর একটা পিসিতে বসে নেট use করা শুরু করলাম। Youtube থেকে ভিডিও প্লে করলাম দেখি আটকিয়ে যায়। তখন ওদের এক এজেন্ট কে বললাম ভাইয়া ভিডিও আটকিয়ে যায় কেন? আমাকে বলে Youtube এ ভিডিও চালাতে কত স্পীড লাগে জানেন? আমি বললাম কত লাগে, বলে ৩০০ Kbps লাগে। আমি বললাম, এটার ডাউনলোড স্পীড কত? বলে 256 Kbps। তখন IDM দিয়ে ভিডিও সেইভ করতে গেসি দেখি স্পীড ১৬-২০ KBps এর বেশী আসে না। ১ বাইট = ৮ বিট হলে স্পীড অন্তত ২৫৬/৮=৩২ KBps থাকার কথা কিন্তু এখানে তাও নাই।
বললাম ভাই একটু দেখেন তো.........উনি একবার তাকাইয়া কোন উওর না দিয়ে পাশের কম্পিউটারে চলে যায় এ আরেক লোক কে লেকচার দিতে থাকে!!!!
তাদের মেলাতে আলাদা বেসস্টেশন ছিল তাতেই এই স্পীড আর বাসায় নিলে কি হবে আল্লাহ –ই ভাল জানে!!!!!!
Qubee একটা চরম বাটপারি শুরু করছে........১২০০ টাকা দিয়ে যদি ৫ গিগা ইউস করতে হয় তাহলে GP দোষ করছে কি????
কিউবির ইন্টারনেট রেটঃ
জিপির ইন্টারনেট রেটঃ
[ এই পোস্টটি আমি প্রথম আলো ব্লগে দিয়েছিলাম, সামুতে আজ প্রথম পাতায় অ্যাকসেস পেলাম তাই এটি আবার দিলাম। ভুল হলে ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন ]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




