১) গত ২৪ জুন রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলার প্যারাছড়ি থেকে অস্রসহ ধরা পড়ে চাঁদা আদায়কারী শিশু চাকমা (৩০)।
২) গত ৩ জুলাই রাঙ্গামাটির মানিকছড়ি থেকে খাগড়াছড়িগামী বাস থেকে ধরা পড়ে সুভাস শান্তি চাকমা ও জ্ঞান বিকাশ চাকমা।
পার্বত্য চট্টগ্রামে অস্রবাজ আর চাঁদাজাদের দৌড়াত্বে অসহায় নিরীহ মানুষজন। এদের অত্যাচারে পাহাড়ি-বাঙালি নির্বিশেষে আজ সবাই অতিষ্ঠ। এরা সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, চাকুরীজীবী সবার কাছ থেকেই চাঁদা তুলছে অবাদে। কেউ তাদের এ অন্যায়ের প্রতিবাদ করার সাহসও পায় না।
অন্যদিকে এরা নিজেদের মধ্যে এলাকার নিয়ন্ত্রণ নিয়েও দ্বন্দে লিপ্ত হয়। ফলে প্রায়ই লোকালয় কিংবা গহীন অরণ্য এদের বন্দুকের গর্জনে কেঁপে ওঠে। বারুদের গন্ধে বিষাক্ত হয়ে ওঠে পাহাড়ের বিশুদ্ধ বাতাস। মৃত্যুর খবরও আসে পত্র-পত্রিকায়। মাঝে মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দুই-একজন অস্রবাজ ধরাও পড়ে। কিন্তু এতে এরা নির্মূল হয় না। তাই চলতেই থাকে তাদের অপকর্ম।
কিন্তু এভাবে আর কতদিন চলবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


