মনে হয় তুমিও হারিয়ে যাবে
যেমনি করে এসেছিলে একদিন ।
কি বিষন্ন যন্ত্রনা - মধুর স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয়...
উল্লাসের জয়ধ্বনিতে মুখরিত চারিদিক - তুমি এসে ছিলে
এক বীভৎস কালো ঘুটঘুটে অন্ধকারে
আলোর প্রতিমা হয়ে।
লালে লাল পোশাকে তুমি এসে ছিলে,
কি রুপ কি অপূর্ব !!
বার বার কিযেন বলতে চেয়েছিলে তুমি,
তখনো বুঝে উঠতে পারিনি তোমার সেই দুর্গম ভাষা
অনুমান করে নিয়েছিলাম, কিছু একটা দিতে হবে
অধিকার, পরিচিতি অথবা অন্যকিছু।
তোমার জন্য ছুটেচলা পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্তে
সমুদ্র নুরি পাথর কুড়িয়ে যাই পেয়েছি
সবইত দিয়েছি তোমায়
যতোই দিয়েছি আরও চেয়েছ
হিসাব করনি কখনো,
আমিও বাধ্য ছেলের মত কিইনা করেছি
যখন তুমি যা চেয়েছ।
কি পাওনি তুমি ? - অর্থ, বৃত্ত অথবা রাজপ্রাসাদ
আরো চাই - আরো চাই - আরো আরো....
আর কি চাই তোমার ?
সময়ের সাথে সবকিছু হায়
লগ্ন আজিকে সকলি ফুরায়ে
বুঝেছি আজ সেই, সেই দুর্গম ভাষা
ওটা ছিল একটা কন্ট্রা এন্ট্রি মাত্র ।
উৎসর্গঃ
লাকি,
শুভ জন্ম দিন ।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০০৮ সকাল ৮:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





