আমি ঘুমিয়ে গেলেও সব তারা জেগে থাকে আপন নিয়মে
ঘড়ির কাটাগুলোও বেজে চলে টিক টিক করে
পরিবর্তন শুধু এটুকুই,
আমার আত্ম দন্ধের প্রশ্নগুলো চাপা পড়ে যায়
কুয়াশার শুভ্র চাদরে।
রাতের গভীরতার সাথে চাদরের ঘনত্ব বেড়ে চলে পাল্লা দিয়ে
সূর্যের সাক্ষাতে আধার বিলীন হয়
চেনা লোকদের অচেনা মনেহয়
যখন চলে সব একই গতিতে
পিছু ফেলে সব অতীত চিনিতে না চিনে।
সন্ধা নেমে আসে আপনারে লয়ে আপন স্মরণে।
ধুমায়িত চায়ের শেষ চুমুকে হঠাৎ মুখ ভরে যায় লিকারে
থুথু ফেলে নুতন করে চায়ের অর্ডার দেই
উচ্ছিষ্ট লিকার বীনে ফেলে দেই
ঠিক যেমনি করে আমাকে ফেলেদেবে মহাকাল।
১৮-১১-২০০৫
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





