কুমড়ো ফুলে ফলে নুয়ে পড়েছে লতাটা
আর বলদে বলদে ছেয়ে গেছে দেশটা...
সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ঢাকা মহানগরের ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের সভাপতি এবিএম ফারুক হোসেন। সন্ত্রাসী গুলি করার পর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচারের সময় মারা যান ফারুক।
স্বরাষ্ট্রমন্ত্রী যথারীতি হাসপাতালে দেখতে গেলেন। স্বরাষ্ট্রমন্ত্রী! আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী! টেলিভিশনে দেখা গেলো। সাংবাদিকরা ঘিরে ধরেছে: আপনি সংসদে বলেছেন, আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তাহলে এটি কিভাবে হলো।
আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আমি তো রাজশাহীর কথা বলেছি।
এর মানে কি? রাজশাহী ছাড়া সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তাহলে নিয়ন্ত্রণের বাইরে? কী সর্বনাশের কথা বলছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী! রাজশাহীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে স্বাভাবিক আছে, সেই প্রশ্ন আপাতত না-ই করলাম।
মন্ত্রীর কাছে সাংবাদিকদের প্রশ্ন: কারা ছাত্রলীগ নেতাকে হত্যা করলো। টেলিভিশনে আমাদের দেখতে হলো- স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, "জানি তো কারা হত্যা করেছে।"
হোয়াট! নিহতের রক্ত এখনও তাজা। কেউ গ্রেফতার হয়নি। তদন্ত হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে জানেন, কে হত্যা করেছে? হত্যার আগেই কি তিনি জানতেন? হত্যাকারীকেও কি তিনি চেনেন? ব্রাভো! ব্রাভো!! হোয়াট আ হৌম-মিনিস্টার!
কুমড়ো ফুলে ফলে লতা নুয়ে পড়ছে কি না আমি শিওর না।
বাট কনফার্ম, বলদে বলদে ভরে গেছে দেশটা। এবং মন্ত্রীপরিষদটা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




