অনেকদিন থেকেই এই চিন্তাটা মাথায় আসছিল।
কিন্তু কোন না কোন কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি।
যাহোক আজ যখন শেয়ার করার ইচ্ছা হল তখন আপনাদের কাছে জানতে চাচ্ছি
আপনারা প্রায় সবাই হয়তো বিভিন্ন ম্যাসেঞ্জার ব্যবহার করে থাকেন। আবার প্রায় সকলেরই facebook এ একাউন্ট আছে।
সবসময় facebook এ লগিন করে চ্যাট করার চেয়ে একটা মাল্টিম্যাসেঞ্জার থাকলে মনে হয় ভালই হয়। আর ইতোমধ্যে আপনারা অনেকেই আশা করি বিভিন্ন মাল্টিম্যাসেঞ্জার ব্যবহার করে থাকেন।
আমি আগে pidgin ব্যবহার কলতাম এবং বর্তমানে Nimbuzz ব্যবহার করছি।
কিন্তু কোনটাতেই আমি বিশেষ সন্তুষ্ট হতে পাচ্ছিনা।
তাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের ব্যবহৃত বা আপনাদের জানা কোন মাল্টিম্যসেঞ্জার থাকলে (অবশ্যই ভাল) আমাকে জানাবেন প্লিজ। এবং Nimbuzz সম্পর্কে বিস্তারিত কিছু জানা থাকলে জানাবেন প্লিজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




