আমি ডোমেইন ক্রয় নিয়ে কথা বলছি, তাই শিরোনাম দেখে অন্য কিছু ভেবে ভেতরে আসার দরকার নেই।
হ্যাঁ, স্বীকার করিযে, আমার ডোমেইন কন্ট্রোল এর ব্যাপারে তেমন কিছুই জানা নেই।
তারপরও আমি একটি ডোমেইন ক্রয় করতে চাই (অবশ্যই নামী কোন প্রতিষ্ঠান থেকে) সেখানে আমি ডোমেইন এর সকল ধরনের কন্ট্রোল নিজ হাতে পাব। এবং যাতে করে আমি আমার ইচ্ছে মত আমার ডোমেইন যেকোন প্রতিষ্ঠান থেকে রিনিউ করতে পারি।
সেই সাথে আরও কয়েকটি প্রশ্ন
* পেইজা বা লিবার্ট্রি রিজার্ভ দিয়ে কোন আন্তর্জাতিক ও নামী কোন প্রতিষ্ঠান থেকে ডোমেইন ক্রয় করা যায় কি?
* আনভেরিফাই পেপাল এর অসুবিধা গুলি কি কি?
* আনভেরিফাই পেপাল দিয়ে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে ডোমেইন কেনা যায় কি?
* যেসব দেশ আনভেরিফাই পেপাল সাপোর্ট করে সেসব দেশের ঠিকানা দিয়ে পেপাল একাউন্ট করলে কেমন হয়?
আর কারো ডোমেইন সম্পর্কে আরো কিছু জানা থাকলে হেল্প করবেন প্লিজ।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




