
ছবিঃ রাতের রেডিসিন ব্লু চিটাগাং বে ভিউ।
আয়োজন করে রাত জাগার মধ্যে একটা অন্যরকম অনুভূতি আছে।দিগন্তের সমান্তরালে ডুবন্ত সূর্যের দৃশ্য থেকে শুরু করে গোধূলী লগ্নের ঈষৎ অন্ধকার ভিষণ ভালো লাগে। রাত যত অন্ধকার কালো হতে থাকে তত উপভোগ্য মনে হয় আমার কাছে। ইউটুবে কোন নাটক অথবা নেটফ্লিক্সে মুভি দেখে রাত কাটাই। নিজে নিজে চা বানাই। সিগারেট খাওয়ার পরিমাণ অন্য যে কোন সময়ের চেয়ে বেশী। বউ থাকলে রাত ১২ টায় শেষ বারের মতো টেনে ঘুমায় যাও। আজ রাত্রি জাগসিলাম। কেন জানি ভারতীয় বাংলা মুভি - 'বুঝে না সে বুঝে না ' দেখতে ইচ্ছা হল। আমি একটানা মুভি দেখতে পারিনা। কিছুক্ষণ ইনস্টাগ্রাম, কিছুক্ষণ ব্লগ, কিছুক্ষণ গান শোন, সিগারেট খাওয়া, কফি খাওয়া ইত্যাদি করেই রাত পার করি।
হঠাৎ- I haeard a shrill cry in the still of night. কোন অমানুষ হয়তো রাত ৩.২১ তার স্ত্রীর গায়ে হাত তুলসে আর স্ত্রী যন্ত্রণায় কাতরাচ্ছে। কিভাবে পারে অমানুষের বাচ্চারা স্রষ্টা যখন সপ্ত আকাশের সবচেয়ে নিচে চলে আসেন তখনও একজন মানুষকে আঘাত করতে। আমি আমার জানালা খুলে আকাশের দিকে তাকাই। মনে মনে বলি - হে রব এরা কারা? এগুলো সৃষ্টির সেরা কেমনে হয়? সন্ধ্যায় নীড়ে ফেরা পশু পাখিরাতো এমন করসেনা। আমার মনে হয় পশু পাখিদের সৃষ্টির সেরা হওয়ার উচিৎ। আমি আকাশের দিকে তাকিয়ে মনে মনে স্রষ্টা কে বলি, হে স্রষ্টা মানুষের চেয়ে খারাপ আর কোন প্রাণী নেই। আপনি আপনার কথা ফিরিয়ে নিন। আপনি বলুন সৃষ্টির সেরা হল গাভী। এই গাভী মায়ের মত দুধ দেয়।সে দুধ খেয়ে মানুষ বেঁচে থাকে। গরুর দুধ কোন পানীয় নয়।এটি একটি খাবার। যা খেলে তৃষ্ণা এবং ক্ষুধা দুইটাই দূর হয়। আমার মনে হয় কোরবানি ঈদে পশু জবাই এর বিধান তুলে নেয়া উচিৎ। কারণ এই পশু গুলো আপনার তথাকথিত সৃষ্টির সেরা জীব বিলিয়ন বিলিয়ন মানুষের চেয়ে ভালো। এরা তো কারও কোন ক্ষতি করছে না।
হঠাৎ করে দূর থেকে কয়েকটি কুকুরের ডাক ভেসে আসল। তখনি মনে হল সৃষ্টির সেরা হওয়া উচিৎ কুকুরের। এ বড় বিশ্বস্থ। প্রভুর সাথে কোন প্রতারণা করে না। মনে মনে বলি দূর এগুলো কি ভাবসি? আবার বুঝেনা সে বুঝেনা মুভিতে মনযোগ দেই।
শিরোনামঃ আর্টসেলের ধূসর সময় গানের লিরিক্স থেকে।অসাধারণ গানটি শুনুন।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২২ ভোর ৪:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




