
রবিবার সামুর দুপুর ২ টার দৃশ্য সামুকে যারা ভালোবাসে, সামুতে ব্লগিং করতে যারা উপভোগ করে তাদের জন্য অনেক হতাশার।
১) আমার পোস্টে ৭ দিন আগে পাঠক পাইতাম ৬০০-৮০০ এখন ২০০-২৯০।
২) মন্তব্য পেতাম ২২-৪০ এখন ৮ থেকে ১২
৩) লাইক পেতাম ৩-৬ টা ( ১০০% জেনুইন সিন্ডিকেট করে নয়) এখন মডারেটর যদি ১ টা লাইক দেন ঐটাই স্বান্তনা।
৪) দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো এটা অগ্রহণযোগ্য। ব্যবসা প্রতিষ্ঠান খুলে যদি আমি বলি দুষ্ট কাস্টমারের চেয়ে কাস্টমারহীন ব্যবসা বহুত ভালো। হবে কিছু? ব্যবসায় লাল বাত্তি জ্বলবে।
৫) ব্লগে শুধু ব্লগিং টাই নিশ্চিত করুন।
৬) নীতিমালা সবার ক্ষেত্রে সমান ভাবে কার্যকর করুন।
৭) এই মুহুর্তে অনলাইনে ৩০ জন। ১৬ জন কারো পোস্টে মন্তব্য করেনা। অন্যরা ২/৩ জন ব্লগারের পোস্টে মন্তব্য করে।
৮) আজ রবিবার। এই মুহুর্তের ১ম পাতার কারাগার নামক পোস্টটি ১০০ পাঠক পেয়েছে। আর গুলো সব, ০, ১, ৫, ২০, ৩০, ৪৮, ৫৮, ৬৮......
৯) উপরের সব গুলো ব্লগের জন্য ভালো সাইন নয়।
১০) আমি ব্লগের একজন নিবেদিত প্রাণ ব্লগার। ব্লগ ভালোবাসি। তাই আমাকে ব্লগের শত্রু মনে করা খুবই হাস্যকর হবে।
ব্লগ টিমের প্রতি অনুরোধ প্রবলেম টা কোথা সেটা আইডেন্টিফাই করে যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




