
- হিমালয়া- নেপাল
ভ্রমণের জন্য চট্টগ্রাম দেশের মানুষের কাছে সম্ভবত প্রথম পছন্দ। ৩ পার্বত্য জেলা এবং কক্সবাজার ও সেন্টমার্টিন সবার পছন্দ। পাহাড় সমুদ্র ২ টাই থাকায় ভ্রমণ পিপাসুরা ছুটে আসে এখানে।

- খাগড়াছড়ি।
আমার পছন্দ ২ পার্বত্য এলাকা খাগড়াছড়ি, বান্দরবান এবং কক্স। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের মানুষ আমার খুবই প্রিয়। আমি সময় পেলেই মুবাইল টুবাইল বন্ধ করে ওখানে চলে যাই। শ্যুট/শ্যুটিং এর অসম্ভব সুন্দর প্লেস আছে এখানে।

- বান্দরবান
পার্বত্য চট্টগ্রামে বাঙালী সহ ১২ টি জনগোষ্ঠী বসবাস করে। প্রায় সব কটির মানুষের সাথে আমার মেশার সুযোগ হয়েছে। এরা খুব সরল এবং সাধারণ।

- বান্দরবানের একটি উপজাতি গৃহ।
অঞ্চলগুলো পাহাড়, নদী ও খাঁড়া চূড়া (steep cliff) সমূহ ঘন বাঁশঝাড়, লম্বা বৃক্ষ ও লতাগুল্মে আচ্ছাদিত। উপত্যকাসমূহ ঘন জঙ্গলে আবৃত। বৈশিষ্ট্যমন্ডিত গাছপালার মধ্যে রয়েছে আধা-চিরহরিৎ থেকে নিরক্ষীয় চিরহরিৎ বৃক্ষরাজি। এসব আকাশচুম্বী বৃক্ষরাজির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডিপটারো কারপাসিয়ে, ইউফোরবেসিয়ে, লুরাসিয়ে, লেগুমিনাসিয়ে ও রুবিয়াসিয়ে।
পার্বত্য চট্টগ্রামের এলাকা প্রায় ২৩,১৮৪ বর্গ কিমি যা বাংলাদেশের মোট এলাকার প্রায় এক দশমাংশ।

- কক্সবাজারের মারমেইড বিচ রিসোর্টে লিনা।
আমার কাছে চমৎকার লাগে এখানের মহিলারা বিডি সিগারেট তৈরী করে, বাংলা মদ বানায় সেগুলো বাজারে বিক্রি করে। খেতে ভালোই। বিড়ি গুলো খেলে প্রথমে গলা ভেঙ্গে যায়। বাট টানতে অন্যরকম ফীল। মেয়ে গুলো বড্ড সরল ও বিশ্বস্থ। বাংলাদেশে প্রায় সবগুলো পার্লারে ওরা কাজ করছে দক্ষতা ও বিশ্বস্ততার কারণে। প্রতারণা করেনা। মিথ্যা বলেনা। লোক ঠকায় না। কারো ক্ষতি করেনা। সৎ এবং আধুনিক সুন্দর মনের মেয়ে গুলো যারে ভালোবাসে তার জন্য প্রানও দিতে পারে।

বৃষ্টির দিনে অপরূপ সাজে সজ্জিত হয় প্রকৃতির এই ৩ রানী। বর্ষায় ওখানে গেলে আপনি নস্টালজিক হয়ে যাবেন। ভালো বাসার মানুষের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দেশের ভেতির এই ৩ জেলা এবং কক্সবাজার অসাধারণ।

- কক্সবাজারে লিনা।
করোনা টুর এন্ড ট্রাভেল বিজনেস কে ধ্বংস করে দিয়ে। সামনে শীত আসছে আসা করছি এই লাইনে যাদের ব্যবসা তারা এবার ভালো মুনাফা অর্জন করবে।
দেশের ভালো হোক। দেশের মানুষের ভালো হোক।
হিংসা, ঘৃণা, নিন্দা, মিথ্যা, অসুন্দর গুলো মরে যাক, পৃথিবীতে শুধু লালন শাই এর মতো সুন্দর গুলো বেঁচে থাক। নিচের নস্টালজিক নাচটি দেখুন।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



