
কর্নফুলী পুরান ব্রিজ,চট্টগ্রাম । ছবিতে- সাইরা।
আমরা বাঙালি। মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-উপজাতী মিলে কি চমৎকার একটা দেশে আমাদের বসবাস। কি নেই এখানে? সবুজের সমারোহ, পাহাড়, নদী, সমুদ্র, পোর্ট, ঐতিহ্য, স্বাধীন একটি দেশ, শুধু নিজস্ব ভাষায় কথা বলার জন্য প্রাণ দিয়েছেন ৩০ লক্ষ মানুষ। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে পৃথিবীর অনেকেই অবাক চোখে তাকি থাকে। ৫৬ হাজার বর্গমাইলের ৬ ঋতুর রূপসি বাংলা যেন সৌন্দর্যের একটি মিউজিয়াম।

-রাজশাহী-
একটা সময় ছিল সব কিছুই সুন্দর ছিল। শুক্রবারে পরিবারের সবাই শূন্য দৈর্ঘ্য বাংলা ছায়া ছবি এখন কোন পরিবার দেখে বলে মনে হয়না। উদ্ভট বাংলাছবি আগের বাংলা ছায়াছবির ঐতিহ্য নষ্ট করে দিয়েছে।

রাজশাহী।
শুক্রবারে পরিবার নিয়ে কোথায় ঘুরতে যাওয়া হতো ৭/৮ বছর আগেও। এখন বিদেশ ট্রিপের জন্য টাকা জমাতে হয়। আমার কেন জানি দেশের অভ্যন্তরে ট্রাভেল করতে ভালো লাগে। খাবার দাবার- গান বাজনা, সংস্কৃতি সব কিছুই যান্ত্রিক। চারদিকে কৃত্রিমরূপ তৈরি হচ্ছে। চট্টগ্রামে কর্নফুলীর এপাড়ের মানুষের সাথে ওপাড়ের মানুষের যোগোযোগ এর জন্য রয়েছে দুটি সেতু। একটির নাম নতুন ব্রিজ অন্যটির নাম পুরাতন ব্রিজ। কর্নফূলীর তীর সত্যি সুন্দর।

কর্নফুলী, চট্টগ্রাম।
ভ্রমনের জন্য আমার সবসময় প্রিয় হলো উত্তর বঙ্গ। রাজশাহী, পাবনা, কুস্টিয়া, সিরাজগঞ্জ এর প্রকৃতি আমায় খুব টানে। এখানে আমি যে সুখ খুঁজে পাই, থাইল্যান্ড -ইন্দোনেশিয়া, মালেশিয়া- দুবাই ভ্রমণে কেন জানি সে সুখ নেই।

গাজীপুর। ছবিতে - মাইশা।
আমার সিম্পল সব কিছুই ভালো লাগে। জীবন সহজ সরল হলেই সুন্দর। যান্ত্রিক ও জটিল হয়ে গেলে ভালো লাগেনা।

- ফ্লোটিং প্যারাডাইস, কাপ্তাই, চট্টগ্রাম।ছবিতে সাইরা।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




