
প্রতিটি মানুষের মস্তিষ্কে প্রেম তন্দ্রাঘোরে আবদ্ধ থাকে। কোন একটি হৃদয়ের আকুলতায় উহা জাগ্রত হয়। হাসানের 'প্রেম তুমি' গানটি অনেকেই শোনেছেন।সে গানের একটি লাইন আমার ভীষণ প্রিয় -"প্রেম সত্য, প্রেম শ্বাশত, প্রেম অবিনশ্বর -এমনি প্রেমের মাঝেই রহেতো ঈশ্বর"। হুমায়ুন আহমেদ বলেছেন - " ১ম, ২য়, ৩য় প্রেম বলে কিছুই নেই। প্রতিটি প্রেমই ১ম।" আবার জেমস গেয়েছেন - " প্রথমো কবিতা - প্রথমও প্রেম, প্রথমো স্পর্শ চরম যাতনা "। যদিও প্রথম সবকিছুই স্মৃতিময় তবুও ১ম প্রেমের চেয়ে -;২য় -৩য়- প্রেম গুলো আরও বেশী মধুর হতে পারে। আমার ১ম ব্রেক আপ ২০১৬ সালে ৭ বছরের প্রেম। ব্রেক আপের পর কি হয় সবাইতো জানেন। সিগারেট আর শিশা ধরেছি। ব্রেক আপের প্রথম ১/২ বছর প্রচন্ড কষ্ট হয়। মরে যেতে ইচ্ছে করে। জীবনকে ভ্যালুলেস মনে। মনে হয় নিজেকে দিয়ে কিছুই হবেনা। বেঁচে থাকার ইনটেনশান পর্যন্ত নষ্ট হয়ে যায়।
শরীরের অন্যান্য রাসায়নিক ক্রিয়া কলাপের মত প্রেমও নিয়ন্ত্রিত হয় মস্তিস্ক দ্বারা।ফলে দীর্ঘদিন প্রেম করার পর হঠাৎ করে যদি ব্রেক আপ হয় তবে পুরা জীবনটাই এলোমেলো হয়ে যায়। মনে হয় এখানেই বুঝি একটি জীবনের পরিসমাপ্তি ঘটলো। কিন্তু বিশ্বাস করেন সৃষ্টি কর্তা যা করেন ভালোর জন্য। যেটা আমরা পরে বুঝি। আমার প্রথম ব্রেক আপের জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কারণ আমি এখন বুঝি সেল্পরেসপেক্ট ইজ এভ্রিথিং। অতিরিক্ত সুন্দর ও নিজের চেয়ে ধনী কাউকে কারো সাথে প্রেম করা ঠিক নয়।এতে আত্নসম্মানে আঘাত আসে।
যাই হোক ব্রেক আপের দুই বছর পর অর্থাৎ ২০১৭ সালে ২য় বারের মতো প্রেমে পড়ি। পরিচয় ফেসবুকে। একটা কাজিনের ফ্রেন্ড সে। মাত্র ঐ একজনই মিচুয়াল ফ্রেন্ড ছিল। কাজিন ছবি আপলোড করেছিল। দেখেই ভালো লেগে গিয়েছিল। কিন্তু ছোট বোনের বান্ধবী।ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠালে ব্যক্তিত্বহীন মনে করলে ঝামেলা। লজ্জা শরমের মাথা খেয়ে বোনকে জানালাম।কারণ ছবি দেখেই বুঝছেন সে আসলেই মাথা নষ্ট করা সুন্দরী। তার উপর বোনের খুব ভালো বন্ধু। বোন তাকে আমার কথা শেয়ার করছে রেসপন্স পজিটিভ কিন্তু আমাকে ইমপ্রেস করতে হবে। ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠালাম। হুদাই ৩ দিন ঝুলাইয়া রাখছে। ৪র্থ দিন এক্সেপ্ট করছে। ভনিতা করে লাভ নাই তাই ১ম দিনই ইনবক্সে ভালো লাগার কথা জানালাম। রিপ্লায় দিল আউ নীড টাইম। শুরু হলো আমার ইমপ্রেস করার পালা। সে সময় আমি সামুতে একেবারে নতুন কিছুই লিখতে পারতামনা। এখনো লিখতে পারিনা ভালোমতো। তো ইমপ্রেস করতে ওর জন্য প্রতিদিন একটা করে স্ট্যাটাস আপডেট করতাম। ১ম এবং ২য় স্ট্যাটাস কপি করছি দুইজন ব্লগারের ব্লগ থেকে। একজন হলেন ব্লগার কাল্পনিক_ভালোবাসা অন্যজন ব্লগার বৃতি। আমি নিশ্চিত কোন মেয়েকে উদ্দেশ্য করে যদি কেউ এই লাইন গুলো কেউ লিখে - সে মেয়ে নিশ্চিত ইমপ্রেস হবেন।
কাল্পনিক ভালোবাসা ভাই এর যে লেখাটা কপি করেছিলাম সেটা উনার ব্লগে নিজের সম্পর্কে কিছু লিখুন যেখানে লেখা থাকে ওখানে এখনও লেখা আছে
- " বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।"
ব্লগার ক্লে ডল একটি কবিতার কয়েকটি লাইন কপি করেছিলাম। অবশ্য ঐ ব্লগারের অনুমতি নিয়েছিলাম। জাদিদ ভাইয়া থেকে অনুমতি নেয়া হয়নি। স্যরি।
"কখনো কখনো দীর্ঘশ্বাসের বাষ্পগুলো আর বৃষ্টি হয় না,
অভিমানের নুড়ি জমে থাকে দূর্গম কোন বালুচরে।
মায়ার প্রজাপতিরা আর ডানা ঝাপটায় না,
রঙ হারিয়ে চলে যায় স্বেচ্ছা নির্বাসন।
কখনো অশ্রু ঝর্ণা, আর নদী হয়ে নামে না,
হয়ে ওঠে পৃথিবীর নতুন দুর্জ্ঞেয় এক এভারেস্ট।
কখনো নিঃস্ব ভিখারি তুমি,
হয়ে যাও সম্পদশালী মহারাজা।
আর গুল্মলতার মত বলহীন আমি,
হয়ে উঠি সর্বংসহা বটবৃক্ষ।
বিভৎস দূরত্ব যখন মঞ্চে ওঠে,
তুমি আমি গ্যালারীতে মনোযোগী দর্শক! "
ব্লগার বৃতির কবিতার অসাধারণ একটা পোস্টের কয়েকটি লাইন কপি করেছিলাম তাকে ইমপ্রেস করতে। অনুমতি নিয়েছিলাম কিনা মনে নেই। না নিলে স্যরি
"স্বপ্নরা কি সবসময় অবয়ববিহীন? পদ্মের কাছে অন্ততঃ নয়। কখনো বৃষ্টির মতো ঝরে পড়ে স্বপ্ন, চুল থেকে গড়িয়ে চিবুক বেয়ে সারা শরীর ছোঁয়, হিম হিম ভাললাগা নিয়ে বুকে আটকে থাকে দীর্ঘক্ষণ। কখনো পেঁজা তুলোর মত, গোলাপি অথবা শাদা কটন ক্যান্ডি যেন, লম্বা কাঠির ওপর ফুলে ফেঁপে আছে-- আলতো ছোঁয়াতেই চুপসে যায় আবার। নির্জনে কখনো তারা অক্ষরের লাল সকার বলটির মত ধীরে গড়িয়ে আসে; বোলিঙের বল হয়ে ধেয়েও আসে কখনো কখনো, ভাবনার পিনগুলোকে অতর্কিতে অতলে ছিটকে ফেলে দেয়। "
- সত্যি বলছি এই ৩ টি স্ট্যাটাস দিয়ে সে ৫০% রাজি হয়েছিল। ৬ মাস লেগেছিল ও ইমপ্রেস করতে। কোন মেয়েকে ভালোবাসলে প্রথমে তাকে নিজের মনের কথা জানান। তারপর তাকে রেসপেক্ট কেয়ার এবং প্রায়োরিটি দিন। তারপর তার জন্য প্রতিদিন সুন্দর সুন্দর স্ট্যাটাস আপডেট করুন। উপরের ৩ টি যেগুলো আমি কপি করছিলাম সেগুলো কপি করে স্ট্যাটাস দিয়ে দিন। এভ্রিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। আমি নিশ্চিত যেমোন মেয়ে ইমপ্রেস হবেই।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




