একটি দেশে এবং কমিউনিটি ব্লগে বিম্পি লীগ ছাগু মোল্লা আস্তিক নাস্তিক সবাই থাকবেন। এটা খুবই স্বাভাবিক। বিম্পি লীগের বিরুদ্ধে , প্রগতিশীলরা ছাগু দের বিরুদ্ধে, ছাগুরা প্রগতিশীল দের বিরুদ্ধে লিখবে, ফাইট করবে। তর্কাতর্কি করবে। কামড়া কামড়ি করবে।খুবই স্বাভাবিক। আমি সিম্মিলিত ভন্ড ছাগু ও কাঠমোল্লাদের বিরুদ্ধে লিখি। যেমন বিএনপি জামাত লীগ ও প্রগতিশীল দের বিরুদ্ধে লিখে। কিন্তু ব্যাক্তি আক্রমণ কারী জিকো ও তার পা চাটা দালাল 'ঢ', জামাত শিবিরের রাজনীতির সাথে সরাসরি জড়িত "নী" এর সাথে সুসম্পর্ক বজায় রাখে।সে নোংরা মিথ্যাচার করছে আমি নাকি ব্লগে সবাইকে ছাগু ও কাঠমোল্লা বলছি। তাদের অনেক বার বলছি ' আমি জামাত শিবির কে সমর্থন করে মন্তব্য করেনি এমন কাকে ছাগু ডাকছি একটা প্রমাণ দিতে' কিন্তু তারা সেটা আজ অবধি দিতে পারেনি।
এখন ছাগু ও কাঠমোল্লাদের বিরুদ্ধে লিখলে কেউ যদি তার নিজের উপর টেনে নেয় তাহলে কি করার থাকে? ঠাকুর ঘরে কে রে? আমি ছাগু না এর মত হয়ে গেলোনা? আমি কোন নির্দিষ্ট ব্যাক্তি বা ব্লগারকে ছাগু বা কাঠমোল্লা বলিনি।তাহলে সে নিজের উপর কেন টেনে নিল? তাদের বিরুদ্ধে লিখছি মাত্র।অবাক করা বিষয় এই ব্লগের একজন ভদ্র ব্লগার "অ" পর্যন্ত এই অভিযোগ করছে আমি যাকে তাকে ছাগু জামাত বলি। তার কাছে আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি আপনি "ঢ" এর মত ক্লাস্ লেস বস্তি মিথ্যাবাদী নন। আপনার ব্লগে রেপুটেশন আছে। আপনি রাজাকারদের ফাঁসির দাবীতে শাহবাগ গেসেন। তাই আপনার কমপ্লেন আমার কাছে গুরুত্বপূর্ণ।অনুগ্রহ করে প্রমাণ সহ কথা বলবেন "আমি কাউকে নির্দিষ্ট করে ছাগু বা কাঠমোল্লা বলছি " না হলে তো আপনার ইমেজ ডাউন হবে। "ঢ" দের মত সিন্ডিকেটবাজ মিথ্যাবাদী মনে করবে লোকে।
মিথ্যাবাদী ও হিংসুক "ঢ" একটু আগে ইনিয়ে বিনিয়ে ব্লগার সোনাগাজীকে ইন্ডিকেট করে পোস্ট প্রসব করেছে আর সেখানে নাম উল্লেখ না করে আমাকেও পিঞ্চ করে বলেছে - আমি নাকি অনুমতি ছাড়া মডেলদের ছবি ইউজ করি। অথচ আমি নিজে একটা ফ্যাশন ম্যাগাজিন এর সম্পাদক। জয়া থেকে শুরু করে গতকাল আসা সব মডেল এর শ্যুট আমি করি। আমার ব্যাক্তিগত ছবি এগুলো। নিজের ছবি নিযে ব্যাবহার করলে এর কি জ্বলে কেন? এই দালালের আমার ছবির ব্যাপারে এতো মাথা ব্যাথা কেন? এরে নোংরা ব্যাক্তি আক্রমণ এর জন্য অনেক আগে ব্লক করছি। আমি নাকি তেলবাজি করি। ওরে দালাল "ঢ" আপনি যে জামাত "নী" এর চামচামি করেন, আমি কি আপনারে চামিচা / দালাল বলি? আরেকজন কিভাবে ব্লগিং করবে সেটা নিয়ে আপনার এত মাথা ব্যাথা কেন? অন্যের ব্যাক্তিগত বিষয়ে নাক যারা গলায় এদের আমরা বস্তি ক্লাস বলি, কারণ এরা কোন ক্লাসেই পড়েনা। আমার কাছে ৪০/৫০ হাজার ছবি। অন্যের ছবি আমার কি দরকার? মিথ্যাবাদীর নোংরামি আর কত? এদের মডু কেন ব্লগে এলাউ করে বুঝিনা। দেশ ও স্বাধীনত বিরোধী দের পেইড দালাল পিনাকীর লেখা যারা কপি করে,তাদের নিয়ে লেখাও অপমানজনক।
এসব আকাম্যারা পিনাকী সহ এর ওর পোস্ট কপি পেস্ট করে, সারাক্ষণ ক্যাচাল, অন্যের পেছনে বিশেষ করে নির্দিষ্ট কয়েকজন ব্লগারের পেছনে লাগা অভ্যাসে পরিণত হয়েছে শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসা ও হিংসা থেকে। অনুগ্রহ করে এদের পাত্তা দিবেন না।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


