"মেনে তেরা নাম দিল রাখ দিয়া"
বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটা হিন্দি গানের লাইন।
হিন্দি যারা বুঝেন তাদের উপরের লাইনটির অর্থ বুঝানোর কিছু নেই। তবে যারা হিন্দি বুঝেন না তারা এই অসাধারণ কথাটা বুঝবেন না। লাইনটির অর্থ হলো "আমি তোমার নাম রেখেছি 'মন' "। সুইটনা মিনিংটা? পৃথিবীর সবচেয়ে সুন্দর বিষয় হলো প্রেম। মনে করুন আপনি কাউকে ভালোবাসেন। সেও জানে আপনি তাকে ভালোবাসেন। কিন্তু ইমোশান প্রোপারলি এক্সপ্রেস করতে না পারার কারণে - একটি ভালোবাসা পূর্ণতা পাচ্ছেনা। তাহলে জাস্ট আপনার ফেসবুক ওয়াল থেকে " মেনে তেরা নাম দিল রাখ দিয়া। " এতটুকু লিখে স্ট্যাটাস পোস্ট করুন। ইনবক্সে তাকে বলুন - "স্ট্যাটাস তোমার জন্য " ট্রাস্ট মি, সে আপনার প্রপোজাল এক্সেপ্ট না করলেও মুহূর্তেই আপনি তার খুবই স্পেশাল মানুষ গুলোর তালিকায় চলে যাবেন। আপনার প্রতি তার একটা বিশেষ সফট কর্নার ক্রিয়েট হবে। বিষয়টিকে একটি সুন্দর হৃদয় এভাবেই চিন্তা করতে ভালোবাসবে।
কিন্তু যারা টক্সিক তারা চিন্তা করবে নোংরা ভাবে। যেমন এই ব্লগের সবচেয়ে স্মার্ট নারী ব্লগার "মিরোরডডল" কে আপনি ইমপ্রেস করতে চাচ্ছেন। ভালোবাসা কোন অপরাধ না। তাই উনাকে ইমপ্রেস করতে চাওয়াও দোষের কিছু না। দেখুন আমি উনার নামের আগে একটা ' বিশেষ "বিশেষন" ইউজ করেছি। সেটা হলো "সবচেয়ে স্মার্ট " | আপনি যদি একজন সুন্দর মনের মানুষ হয়ে থাকেন তাহলে বিষয়টি সরল ও সুন্দর ভাবে চিন্তা করবেন। আর যদি টক্সিক হোন তাহলে বলবেন - মিরোরকে তেল দিচ্ছে। আসলে কোরানে আছে "একজন মানুষ তার নিজের উপর ভিত্তি করে অন্যকে অনুমান করবে "। অর্থাৎ আপনি যদি তেলবাজ হোন তাহলে আরেকজনকে তেলবাজ মনে করবেন। আর যদি একজন সুন্দর মনের মানুষ হোন তাহলে আপনি বলবেন - " উফ ভালোবাসার কি কিউট বহিঃপ্রকাশ "।
আর যদি আপনি একজন হিংসুক হোন তাহলে তো শেষ। মিরোর কেন এই ব্লগের সবচেয়ে বেশি স্মার্ট নারী ব্লগার হবে আপনি নয় কেন?কিংবা মিররকে নিয়ে লেখা হলো, আপনি নয় কেন? এই চিন্তায় আপনার রাতের ঘুম হারাম হবে। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ কে জানেন? যার চিন্তা করার জন্য একটা সুন্দর মস্তিষ্ক আছে। মেরিল এর বিজ্ঞাপন দেখেন নি? " সুন্দর কালো হয়, সুন্দর শ্যমলা হয়, সুন্দর ফর্সাও হয় "| আসলে একজন মানুষের গায়ের রঙ দিয়ে সৌন্দর্য নির্ণয় করা সম্ভব নয়। যার চিন্তা চেতনা যত সুন্দর সে ততো সুন্দর একজন মানুষ।
আমরা কি পারিনা সব কিছু সরল ও সুন্দর ভাবে চিন্তা করতে? সরল ও সুন্দর মনের মানুষদের আমাদের আহাম্মক জাতী বেকুব মনে করে। অথচ স্বয়ং সৃষ্টিকর্তা তাদের ভালোবাসে। উন্ন বিশ্বে তাঁদের সম্মানের সাথে দেখা হয়। টক্সিক বাঙালি আর মানুষ হইলোনা? এই জন্য রবি ঠাকুর বলেছিলেন - "সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী ক'রে, মানুষ কর নি। "
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫৮