আজই বিচারের রায় ঘোষণা করা হবে। দরবার হল জনাকীর্ণ, এতোটুকু ঠাঁই নাই। দেখা গেল, বিচারকের ডায়াসের সামনে খালি জায়গায় একজন বাঙলাখ্যাত ফকির দরবেশ রক্তচক্ষু করে কীসব জানি আওড়াচ্ছেন। তার সামনে একটি মানুষ পুতুলের মতো বসে আছে। জানা গেল, ফকির ঐ পুতুলের মতো বসে থাকা মানুষটিকে মিডিয়াম মানে মাধ্যম হিসেবে ব্যবহার করবেন। আরো জানা গেল, তিনি ঐ মানুষটির মধ্যে মৃত মানুষের আত্মা ডেকে আনবেন। কৌতুহল? দরবার হলে এসব কী হচ্ছে??
আসলে আজ কিছু পাপীকে নরক থেকে ডেকে এনে শাস্তি দেয়া হবে। তারা জীবিত অবস্থায় কিছু ভয়ানক খারাপ কাজ করেছিল। তো সেই পাপীদের ডেকে এনে, সেই ফকিরের মাধ্যমে নরকে তাদের শাস্তি হাজার হাজার গুণ বাড়িয়ে দেয়া হলো। বিচার কার্য সমাপ্ত হবার পর বিচার কার্যে জড়িত সবাইকে ধন্যবাদ জানানো হলো এবং সবাইকে রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হবে বলে ঘোষণা দেয়া হলো। পরদিন দেশের সমস্ত সংবাদমাধ্যম এই ঐতিহাসিক ঘটনাটি ফলাও করে প্রকাশ করল। সরকার দলকে সারা দেশ ও জাতির এবং বিশ্ববাসির পক্ষ থেকে অভিনন্দন জানানো হলো। এই ঘটনার মাধ্যমে দলটির আগামী কয়েক বছর ক্ষমতায় থাকা নিশ্চিত হয়ে গেল।
এবার পাঠকরা একটু ফ্ল্যাশব্যাক করুন......
এটা ২০০৯ সাল। বর্তমান দলটা ক্ষমতায় এসেছে একটা বিশাল ইস্যু নিয়ে। নির্বাচনী ইশ্তেহারে তারা ঘোষণা দিয়েছিল, যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার করা হবে। নতুন প্রজন্ম এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ভোটে তারা বিশাল বিজয় পায়। প্রধান বিরোধী দলটির ভরাডুবি ঘটে কারণ তারা যুদ্ধাপরাধী রাজাকারদের সাথে হাত মিলিয়েছিল। যাই হোক তাদের বিজয়ের মধ্যে দিয়ে সাধারণ মানুষ ধরে নেয় বিচার কার্য শুরুর দিকে এক ধাপ এগিয়ে যাওয়া হলো।
সাত মাস হতে চল্ল সেই বিচার শুরুর কোন খবর নেই। চোখের সামনে প্রমাণ থাকলেও, তাদের ভাষ্যমতে তারা প্রমাণ সংগ্রহ করছেন। এরই মধ্যে একটা সেনা বিদ্রোহ ঘটে গেল। তার তদন্ত রিপোর্ট সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। তাদের অনেকের মনে সন্দেহ, এই বিদ্রোহ যুদ্ধাপরাধী বিচারের সাথে সংশ্লিষ্ট।
যাই হোক, আসল ঘটনা হলো, কিছুদিন আগে শোনা গেল, যুদ্ধাপরাধী বিচারের কাজ শুরু করতে দেরী হতে পারে।
কী এর কারণ?? ক্ষমতায় থাকা দলটি কী ৫ বছর পর আবার এই বিচারকে ইস্যু বানিয়ে ক্ষমতায় যেতে চায়?? নাকী কোন প্রভাবশালী মহল এই বিচার কার্যকে ঠেকিয়ে রেখেছে??
তাহলে কী উপরের অবাস্তব গল্পটি একদিন সত্যি হবে?? নাকী তাও হবে না???
(বিঃদ্রঃ- এটি কোন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত লেখা নয়। শুধু একজন সাধারণ মানুষের অব্যক্ত কথা...)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




