মনিজা হাবীব : যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, বাংলাদেশে গণমাধ্যমের ঐতিহ্য অত্যন্ত সম্মানজনক। দেশের ইতিহাসের সকল টালমাটাল সময়গুলোতে ভুলগুলো তুলে ধরতে, অধিকার আদায়ের জন্য লড়াই করতে এবং যাদের কণ্ঠকে দাবিয়ে রাখা হয়েছে তাদের দাবি তুলে ধরতে সাংবাদিকেরা সব সময়ই অত্যন্ত গুরুত্বপর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু তারপরও কিছু জিনিসের অভাব রয়েই গেছে। এ দেশে যেখানে জনসংখ্যার শতকরা ৫০ ভাগই মহিলা, সেখানকার গণমাধ্যমে এখনো পুরুষদেরই আধিপত্য বিরাজ করছে। সংবাদমাধ্যমের মালিকানা পুরুষের। আবার সংবাদ কক্ষগুলোর ব্যবস্থাপনায় থাকে পুরুষেরাই। বিসিডিজেসি আয়োজিত যাত্রী মিলনায়তনে ‘লিডারশীপ ফর উইমেন জার্নালিস্টস’কর্মসূচিতে অংশগ্রহণকারী নারী সাংবাদিকদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মরিয়ার্টি বলেন, কোন জাতিই তার মোট জনসংখ্যার অর্ধেকের দক্ষতায় ও মেধাকে অবহেলা করে বড় হতে পারে না। আপনারা জাতির মূল্যমান সম্পদ। সমাজে আপনারা অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। আর তাই বাংলাদেশে যত বেশী মহিলা গণমাধ্যম পেশায় যোগ দেবেন এবং সাফল্য লাভ করবেন, এই পেশা ততই শক্তিশালী হয়ে উঠবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গেলর্ড কলেজ- এর ডিন জো ফুট, অধ্যাপক এলানি স্টাইন এবং বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট জার্নালিজম এন্ড কমিউনিকেশন্স-(বিসিডিজেসি)র পরিচালক নাইমুল ইসলাম খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ক্যাথরিন হোয়াইট জেনসেন, বিভিন্ন ইলেকট্রোনিক এবং প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকসহ বিসিডিজেসির কর্মীবৃন্দ।
সূত্র: Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




