কদিন আগে বিএনপি মহাসচিব বললেন, সেনাঅভু্ত্থান-এর পিছনে ছিল আওয়ামীলিগ। আজ প্রধানমন্ত্রী বললেন, সেনাঅভু্ত্থান-এর পিছনে ছিল বিএনপি। আসলে ছিল কারা?
হায়রে, আমরা এত অসহায় জাতী, যে দুইজন মহিলার একজনের হাতে প্রতিবার ক্ষমতা তুলে দিয়ে সারাবছর তাদের ঝগড়া দেখতে হয়। প্রতিবার ভোটের আগে মূলা ঝুলিয়ে তারা ঠিকই ভোট নিয়ে যায়। জার্মানীর একটা ইউভার্সিটিতে পড়ি। প্রফেসর বলেন, বাংলাদেশ ক্রিমিনালের দেশ। প্রতিবাদ করতে চেষ্ঠা করি। মনে বল পাই না। আসল রুপ তো তাই।
এই দুই সর্বনাশী মহিলা হাত থেকে মুক্তির কি কোন পথ নেই?
যুদ্ধাপরাধীর বিচার করার আশ্বাস দিয়ে আওয়ামীলিগ ক্ষমতায় এসেছিল। আমি নিশ্চিত, ক্ষমতার শেষপ্রান্তে এসে বলবে, আর একবার ক্ষমতায় গেলে বিচার শেষ করতে পারবে। যারা ৫ বছরেও পারে না, আমরা আবার তাদের বিশ্বাস করবো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




