প্রেম, পিরিতি তো সবার মনেই আসে... আমার মনে ও এসেছিলো...আজ থেকে ৭বছর আগে...একটা মেয়ে কে ভালো বেশেছিলাম...আজ ও তাকে ভালোবাসি... তাকে এতো বেশী ফোন করতাম যে তাদের বাসার সবাই টের পেয়েছিলো (আমি অবশ্য মেয়েটির বড় বোন কে বলে দিয়েছিলাম যে আপনার ছোট বোন কে আমার ভালো লেগেছে)... তখনও টের পায়নি ঐ মেয়েটা... হয়তো বা পেয়েছিলো... কখনও আমাকে বুঝতে দেয়নি... এভাবে চলে গেল ২বছরের ও বেশী... এক দিন বলে ফেললাম মনের কথা টি... বললো, ভাইয়া আমি সরি... কি আর করবো...??? তবুও চালিয়ে গেলাম... ওর বড় বোন শুধু আমাকে সাত্বনা দিয়েই চললো...অপেক্ষা করো, হ্য়তো একদিন সব ঠিক হয়ে যাবে... হঠাৎ একদিন জানতে পারলাম, আমার ভালোবাসার মানুষটি আর একা নয়...(অবশ্য আমি যাকে ভালোবাসতাম ঐ মেয়েটিই আমাকে বলেছিলো)... মাঝে মাঝেই ফোন করতাম খোজ খবর নেবার জন্য... কিছুদিন পরে দেখি আমার ফোন পেয়ে বিরক্তি হয়.. ফোন করা অফ করে দিলাম... জন্মদিনে ফোন করলাম...আমার ফোন কল টি কেটে দিলো...উইশ করা হলো না... তারপরে কতোবার যে আমার ফোল কল কেটে দিয়েছে, আমি নিজেও জানি না... শুধু অবাক হয়েছি... আর নিজেকে খুব বেশী ছোট মনে হয়েছে...তবুও ওর বড় বোনের অনুরোধে ওকে ফোন করার চেষ্টা চালাতাম...হঠাৎ একদিন ও আমার ফোন রিসিভ করে...বলে, বলেন কি বলবেন...আমি বললাম, হ্যা বলার জন্যই তোমাকে ফোন করেছি... যা বলেছিলাম, আজ থেকে তুমি স্বাধীন,আর কোনদিনই তোমাকে জ্বালাতন করবো না...সবকিছুর জন্য আমি সরি... তোমার সাথে আমার আর কোন দিনই কথা হবে না, দেখা হবার প্রশ্নই আসে না... ভালো থেক... যদি কোন দিন সাহায্যের প্রয়োজন হয় কাউকে দিয়ে জানাইও... আমি চেষ্টা করবো...
আজ আমার সেই আনন্দের দিন...ওর হাতে রিসিভার ... হ্যালো বলার ও সুযোগ দেইনি...আমি লাইন টা কেটে দিতে পেরেছি.... জানি কাজ টা খারাপ করেছি...তারপরে ও কেন জানি ভালো লাগছে কিন্তু আমার এ মন আজও তাকে ভালোবাসে...হায়রে কেমন ভালোবাসা....???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




