আমার প্রেম
যারে প্রতিদিন ছুঁতে হাত বাড়ায়
পুস্প-পল্লবে ঘুরে ফিরে খুঁজি .......... সে তুমি,
যারে প্রতিদিন দেখার আশায় পথে দাঁড়ায়
সকাল দুপুর বিকেল শেষে ভাঙ্গামনে ঘর ফিরি.........সে তুমি,
বিমূর্ত কায়া তোমার .........স্বার্থপর এ আমার অধর
অহেতুক পথে ঘাটে সময় বিসর্জন.........:
সে তুমি....... স্বপ্নের মতন
আজ আমার নির্জন ঘরের কৃষাণের নাঙলের ভূঁই....
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




