আমার চেতনার গলির ধারে ইলেক্ট্রিক পোস্টের সাথে টাঙানো তারে
বর্ণগুলো উড়ে এসে বসে। রঙবেরঙের বাহারী বর্ণরা একে অপরের
গায়ে ঘেঁষাঘেঁষি করে বসে, ছড়ায় অদ্ভুত সুর।
একেকটা গুচ্ছ যেন একেকটা শব্দ; পাশাপাশি বসে তারা তৈরি করে
যেন এক কবিতার লাইন। ঈষৎ ঝাপসা এবং পরিপূর্ণ অর্থবোধক নয়
তবুও কেমন যেন ভ্রূণের আকারের মতো অস্পষ্ট।
অথচ অমিত সম্ভাবনাময়।
হঠাৎ হুশ করে আসা এক দুষ্ট বাতাস এসে দোল দিয়ে যায় তারে
আমার বর্ণগুলো দুলতে দুলতে পড়িমরি করে উড়ে যায় অজানা পথে
ফাঁকা তারটা দুলতে থাকে একা একা।
না হয়ে ওঠা কবিতাটির শোকে আমি তাকায়ে থাকি শূণ্য তারটির দিকে
দূরে টিম টিম করে নেচে চলে দুই ঘুড়ি, কখনও জ্বলজ্বলে কখনও ফিকে।
রঙিন বর্ণরা এসে চেতনায় ঘুরে যায় বারবার।
আশা বুঝি কবিতা হবে এইবার।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




