.
.
.
.
.
এক লোক বাজার থেকে তোষক কিনেছে। সেটি নিয়ে কাঁধে করে বাড়ি ফিরছে, পথে এক বন্ধুর সঙ্গে দেখা।
বন্ধু জিজ্ঞেস করল, কিরে কত নিল?
সে জবাব দিল, দেড় হাজার টাকা।
বন্ধু বলল, খাইছিস তো বাঁশ! এক হাজার টাকার বেশি এইটার দাম হইতেই পারে না।
কিছুদূর এগুতেই আরেকজন দাম জিজ্ঞেস করল।
লোকটি এবার আর লজ্জা পেতে চাইল না। সেজবাব দিল, এক হাজার টাকা।
প্রশ্নকর্তা দাম শুনে বলল, দিছে তো তোরে বাঁশ! আমার শালা পরশু ছয়শ টাকা দিয়া কিনছে!
দুঃখী মনে লোকটা এগুতে লাগল।
একটু পর যখন আরেক বন্ধু জিজ্ঞেস করল, কী রে কোথা থেকে আসলি?
তখন লোকটি রেগেমেগে বলল, বাঁশ মারা খাইয়া আসলাম ! !
বন্ধু মুচকি হেসে বলল,
.
.
.
.
.
.
.
.
.
একেবারে তোষক নিয়া গেছিলি ? !!! ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




