দেশজুড়ে চিকন আলী, মোটা আলীদের কারবার
চিকন আলী কুষ্টিয়া শহরে রিক্সা চালায়। তার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরে। দেশের আদালত কর্তৃক প্রদত্ত প্রথম মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত রাজাকার চিকন আলী। হত্যার অভিযোগে ১৯৭২ সালে বাংলাদেশ দালাল আদেশের ১১ ক ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। এরপর কুষ্টিয়ার দায়রা জজ শ্রী আরকে বিশ্বাস ঐ বছরের জুন মাসে তাকে মৃত্যুদন্ড প্রদান করে। এই রায়ের মাধ্যমে প্রথম একজন রাজাকারকে মৃত্যুদন্ড দেয়া হয়। পরবর্তীতে হাইকোর্টে আপিলের মাধ্যমে চিকন আলী ৮ বছর ৪ মাস জেল খেটে মুক্তিলাভ করে। ১৯৭২ সালের বিভিন্ন পত্র পত্রিকায় তার সম্পর্কে খবর পাওয়া যায়।
কুষ্টিয়ার খোকসা-কুমারখালী এলাকায় আরেক কুখ্যাত রাজাকার ‘কাইঠু সিরাজ’ যে এখন ঢাকায় প্রতিষ্ঠিত; নাম বদলে হয়ে গেছে হাজী সিরাজুল ইসলাম। একাত্তরে অসংখ্য নিরপরাধ মানুষকে হত্যা, নির্যাতন, ধর্ষণ ও লুণ্ঠনে নেতৃত্বদানকারী এই রাজাকারের কথা স্মরণ করে এলাকার মানুষ আজো আঁতকে ওঠেন। দেশ স্বাধীন হবার পর এই রাজাকার এখন আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। ঢাকা ও মানিকগঞ্জে রায়েছে তার কয়েকটি ব্যবসা। একাত্তরের নানা অপকর্মের কারণে এই রাজাকার এখন আর গ্রামে আসতে সাহস পায় না। ১৯৯৩ সালে একবার গ্রামের বাড়ি যেবার চেষ্টা করলে রাজবাড়ির মাছপাড়া রেলস্টেশনের কাছে গণধোলাই খেয়ে ঢাকায় ফিরতে হয়।
নোয়াখালীতে খুন ধর্ষণের নায়ক কমান্ডর কালাম এখন সাভারের কোটিপতি ‘মনছুর সাহেব’। সাভারের মনছুর মার্কেটের মালিক মনছুরই ছিলো একাত্তরের মূর্তিমান আতঙ্ক। নোয়াখালীর সদর উপজেলার ৭ নম্বর এওজবালিয়া ইউনিয়নের নন্দনপুর গ্রামের পাকি সমর্থক আলতাফ মেম্বারের পুত্র আবুল কালাম দেশ স্বাধীন হবার পর টঙ্গীতে আত্মগোপন করে প্রাণ বাঁচায়। পঁচাত্তরের পর সে সাভারে এসে প্রকাশ্য বাজারে ব্যবসার পাঁয়তারা শুরু করে। একাত্তর সালের নয় মাসে নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে এওজবালিয়া, কালাদোরাপ, নোয়ান্নই, দাদপুর- এ চার ইউনিয়নে মুক্তিযুদ্ধ চলাকালে পাকি বাহিনীর সহায়তায় লুণ্ঠিত সম্পদ, সোনাদানা মাটির নিচের লুকানো স্থান থেকে বের করে গোপনে সাভারে এনে ব্যবসা শুরু করে। কুখ্যাত এই রাজাকার আর নারী নির্যাতনের নায়ক কালাম এখন গলায় দামি টাই পেঁচিয়ে, দামি সুট পড়ে এখন ‘মনছুর সাহেব’ হয়ে গেছে। গ্রামে এস চলাফেরা করে, পছন্দের ‘স্মৃতি সংসদ’কে দামি টিভি উপঢৌকন দেয়। এলাকার পছন্দের ব্যক্তি ও ক্লাবকে দেয় মোটা অঙ্কের টাকা।
(চলবে)
গোলাম রসূল মারুফ
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




