বিরহের গান
বরেন ত্রিপুরা
মন পাখিরে যাইয়া আমার বন্ধুর বাড়ি
আমার কথা কইয়ো।
বন্ধু আছে রাঙামাটি সদর শহরবাসী
জুমের টঙে একা আমি কাঁদি দিবানিশি
কইতে তারে সেই বারতা
সদয় তুমি হইয়ো।
মেঘ ভাঙিয়া আশমান পানি
ঝরছে লোচায় লোচায়
মন ভাঙিয়া ঝরছে পানি
অভাগীর চোখ-কোণায়
তারি সাথে কাঁদে মলয়, কাঁদে বনের লতা
চোখের পানি মুছতে পাতা নোয়ায় যেন মাথা
আমি সইতে নারি এ বেদনা
যাইয়া তারে কইয়ো।
কবিতটি পড়ে ভালো লেগেছে। তাই শেয়ার করলাম। এটি ১৪০৮ সালের উত্তরমেঘ পত্রিকার ১ম বর্ষ ১ম সংখ্যায় প্রকাশিত হয়েছিলো। আমি এটি নিয়েছি বিপ্রদাশ বড়ুয়া সম্পাদিত পার্বত্য চট্টগ্রামের সাহিত্য ও সংস্কৃতি বই থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




