ভালবাসাও ভুল। তাই এই কষ্ট খানিকটা কষ্টের সাথে প্রতারণা,
খাঁপ খায়না কষ্টের সাথে কষ্টের ভালথাকাথাকি
বুঁকের ভেতর আগুন সেও তরল।
ভন্ড ও গরল।
ভেজালে ভরা ভেজাল!
তুই চুপ কর!
মিথ্যেও ঢেকে গেছে মিথ্যে ছাঁয়ায়,
মদ চিবাতে চিবাতে পানির স্বাদ পাইনা।
হ্যা! ভালবাসায় আছে ডুবন্ত স্বাদ
জীবনকে গুনে গুনে দেখবার মতো।
চুপ কর শয়তান!
ক্লান্ত পরিশ্রান্ত অথচ দাঁড় বায় দাঁড়ের অদাঁড়ে...
ভালবাসা আহমরি ভূত
ধরতে গেলে ধরা মানা ছাড়তে গেলে ছাড়া যায়না।
হা হা হা!!! ভাল আছি একাই- বিশ্বাসও নাই বেসাতিও নাই !
কষ্ট দিয়ে পাহাড় বানাবো
শহরে শহরে তোমার পথে ছড়িয়ে দেব কষ্ট
দেখি কষ্ট পাও কিনা,ছুঁই কিনা!
যদি তাও না পারি!
নিধেনপক্ষে কষ্টের হারমোনিয়াম।
ভেঙে ফেলবে ফেল!
কষ্ট সে তো বাজবেই।
তোমারও আমারও-আমাদের যৌথ উল্লাসে...
কষ্টকে ঢেকে রাখতে নেই তারা সুখ হয়ে যেতে পারে
সুখ বড় নিষ্ঠুর আপনকে চেনে পর।
নিপাত যা বড্ড বকিস!
আগুন হয়ে জ্বলছি আগুনে, পুড়ছে আগুন নিজেই তাপে।
তাই বলে কি আগুনের গায়ে কি আগুন লিখে রাখা ভাল?
মানুষের গায়ে মানুষ!
বড্ড বেমানান অমানুষের কাছে এই মানুষ নাম!
তুমি কে আমার প্রেমিকা?! বড় বিচ্ছিরি লাগে এইসব গুত্ গুত্।
থাক।
আপাদতঃ ভালবাসার ছুটি;আমি আমাকে নিয়ে যুদ্ধে যাবো,
যদি তাও না পারি-
অন্তত চিৎকার দিয়ে কাঁন্নাকে ঢেকে রাখবো বহুকাল।
বরফের নামে মামলা ঠুকে দেবো,কেনো লুকিয়ে রাখে তীব্রতাপ
জ্বলেও না জ্বালা্য়ও না!
তবু জ্বলি পথে পথে মিছিলে মিছিলে
দলে দলে দল বেঁধে মস্কোয়, মক্কায়
টেকনাফ থেকে তেতুঁলিয়ায়।
তবু খানিকটা নিঃস্তবদ্ধতা ভালো।
আমি ভালো পাইনা!
যদি মৃত্যুর জন্যই বুড়ো হই, বুড়ো হয়ে কী লাভ!
যদি তোমার জন্যই কাঁদি সারাটা যৌবন,তাহলে আমি কে আমার!
দেখ, আমি হারিয়েছি আমার ঘরের ভেতর ঘর
তোমার হয়েছে পরের ঘরে ঘর পর পর।
মালা হাতে এসেছি মুন্ডু দাও
ভালবাসতে বাসতে তোমাকে ভাসিয়ে দিয়ে যাবো
তোমার ঘরসুদ্ধ ঘরে ভরে দেবো ভালোবাসা
প্রমত্ত ফুলে ফলে ভরে যাবে, সমস্ত বায়ু শুষে নেবে ওরা।
তোমার বিছানায় ছড়িয়ে দেব সাত লক্ষ ভালবাসার;ভালবাসাহীন চিৎকার।
দেখি আমার আত্নকার উপেক্ষা করে তুমি
কতটুকু খেলতে পারো সুখী সুখী খেলা।
তাই বাতাসের ভেতর কবর খুড়ে রেখেছি
তুমি মরো আর না মরো কবর তোমাকে মারবেই!
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




