তোমাকে ডাকছে আকাশ,শুনছোনা কিছুই
অস্বীকার করছো সমস্ত জল-সহ জলের তরন।
শুনছোনা মেঘে মেঘে মেঘের ডাক অথবা কান্না
ডাকছে নদ প্রচন্ড খিপ্র জলোচ্ছাসে সাগর-এ উচ্ছ্বাস নয়।
তবু শুনছোনা কিছুই
ডাকছে পৃথিবীর সমস্ত গাছালী বনায়ণ করে করে-
তুমিও শুনবেনা করেছো পণ।
ডাকছে দুরন্ত পথের হুইসেল, ট্রেন-ট্রাম
ডাকছে সব বাতাস কম্পনে কম্পনে
শুনছোনা কিছুই
ডাকছে হাতফোন অহর্নিশ ঘুমিয়ে থাক তুমি অঙাত জাগরণে।
মনের ভেতর মনে ডাকছো নাম আমার,
শুনছোনা কিছুই
জীবন্ত জীবন ডাকে , অহেতুক ফিরিয়ে থাক
জীঁবন্ত মৃত্যুকে কীভাবে ফেরাবে তুমি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




