আমি
বিছানাপত্তর ও উলংগবালিশ
দুরন্তমন
ও একটু আদ্দিখাত
বৃষ্টিরডাক
দেয়ালের রংচটা
দুরে জানালার মাপে আকাশ
বৃক্ষমূলে আগুনের দাউ দাউ
খাঁচার টিয়াপাখিও লাফ দিয়ে ধরতে চায় একফাঁলি বাঁকা চাদ,
বাতাস বাড়িয়ে দেয় ভালবাসার আদর-না বিধাতা
বুঝা যায়না কিছুই।
আমি ভুল করি ভুলকে ভুল ভেবে।
উঁইপোকারা খেয়ে ফেলে ঘরের চাবি,দেশলাই
ও অবশিষ্ট সুখ দুঃখের শ্বাসপ্রশ্বাস,
ইবলিস আমার খোলা দুয়ারে নক্ কারে ফিরে যায়।
আমি ভুল করি আমার চোখকে চোখ ভেবে
হাতকেও পাইনা হাতে-
তাই আমার সুখটাই বৃথা !
আকাশ খুঁলে গেলেই রোদ বা বৃষ্টি হবে -
দেশে দেশে উলংগ হবে লজ্জার শরীর তাই চোখের উপর অবিশ্বাসী বাণ।
ভয়করে আমি চোখ বুঝলেই তোমাকে দেখতে পাবো-সেই ভাল
সতের বছর অন্ধ হয়ে আছি!
ততোদিনে আগুন হয়ে গেছে সাবাই, খেপাকুকুরের দাঁত আগুন,
উলংগমেয়েমানুষের কানের দোল আগুন,বিষ্ঠও আগুন।
হায় মানবজীবান!
সত্তর বছরেও আমি আমাকে দেখতে পাবোনা
অবশিষ্ট পিঠ,কলিজা, পিত্ত,ও দুরন্ত ফুসফুসকে।
এই দুঃখ দোষটা কার,
আমার না আমার বিধাতার!
আমার চোখ কি দেখেছে-নদী ফুলোবন, মেয়েমানুষের যুগলস্তন? চোখ নয়,
নাকি চোখকেই দেখেছে তারা একে একে -
সেটাই এখন ভাববার!
আমার ঘর
দেয়ালের চারপাশ
বাতাসসুদ্ধ বাতাসের আড়াআড়ি
এখনি মানুষের মৃত্যু-
আবার একি মানুষের জন্ম, তাহলে কি জন্মের দায়, দায় নয়?
ফেরেস্তা দেখে শুনে চলে যায়,নাম বলেনা
হয়তো সে আজরাইল বা জিব্রাইলের মতো
এতোটা কপট সাহসী নয়।
বাতাসকে উড়িয়ে নেয় বাতাস
তবে কি বাতাসেরও তোমার আমার মতো
আছে ভালবাসা গাত সংগাতে ভরা!
প্রশ্নবিদ্ধ হাজারও প্রশ্ন
মানুষ কি মানুষের জন্য? তবে একটা মানুষের কয়টা মানুষ !
তোমার জন্য আমরা কয়জন, আমার জন্য তোমরা কে কে?
আমি ।
ও একফালি আমিত্ব
বিছানায় এলোমেলো কিছু যৌনকান্তি,
তুমান
ও দুরদেশের না শুনা চিৎকার
বু্ঁকের উপর ফালা ফালা নদী ও পিচে ঢাকা রক্তাক্ত রোড।
ঘুমে জাগরণে ধারন করে আমার প্রিয় ভালবাসা
তবু কাঁটাতারে ঘেরা আমার ভালবাসার জেলখানা
তুমি আমার দেশ মাতৃকা।
''আদ্দিখাত'' ও'' তুমান"' শব্দ দু'টি রাশিয়ান বাংলা'য় ''বিশ্রাম'' ও ''কোয়াশা''
রাশিয়া থেকে আনা হাহা
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




