উপেক্ষা করলাম;বাম হাতকে-
স্বাধীনতা প্রেমি শৈল্পিক মৈথুনকে ভালোবেসে যে বছর বছর
বিবেধ বাঁধায় - তাকে ধিক্কার।
উপেক্ষা করলাম;বুকের লোমকেও প্রয়োজনে যাদের
কোন প্রয়োজন দেখিনা,
তোমাকে যদি চোঁখ বুজেই দেখতে হয় চোঁখের
এইসব কালোমনি-নীলমনির প্রয়োজন মানি না খুব একটা।
উপেক্ষা করলাম;ছাঁয়াকেও যদিও অন্ধকার
এই সময়ে আমিই অধিনস্ত ছাঁয়া,ছাঁয়ার।
তবে আমি আমার কতটুকু মানুষ !
যখন আমার থেকে আমিই দুরত্ব বিস্তর,বুকের ভেতর
ছটফটানি সহ ভেঙে দিলাম অনুভূতির বাসা।
উপেক্ষা করলাম;নিজের ভেতর ভালোবাসার-গাছকে,
ধবধবে প্রাসাদ,আন্তঃট্রেনের শব্দ,নদী,ও সপ্তাহিক হাট।
উপেক্ষা করলাম ঘুম থেকে উঠে দিনের প্রথম ভাবনা,
তার বদলে সত্তর কোটি মৌমাছি ছেড়ে দেব।
দেখি এইসব কিছু উপেক্ষা করে তুমি এই বুকে,
ভালোবাসার বাসা পাও কীনা।
রচনাকাল
০২/০১/১১
(ড-১)
(ব হু দিন পর আসলাম । ভাল আছেন সবাই? সোনাব্লগে প্রকাশিত একটা লেখা
দিয়ে শুরু হোক আবার)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




