আজ দুপুরে মেজাজ পুরো দমে গরম হয়ে গেল। এর কারণ একটা ফোন কল। আপনারাই বলবেন আপনাদের বেলায় এমন হলে কেমন লাগে।
একটা unknown number থেকে কলটা দেখে ভাবলাম Bank অথবা কোন প্রতিষ্ঠান থেকে আসা। আমি হেলো বলার পর যে কথা গুলো হলো তা নিচে word per word তুলে ধরলাম।
অপর পাশ: "ভাই আমি সাগর"।
আমি: "কোন সাগর"
অপর পাশ: "খুলনা থেকে"
আমি: "এখনও চিনলাম নাহ"
অপর পাশ: "আরে ঢাকা ব্যাংকে পরিচয় হল যে"
আমি: "আমার নাম কি বলেনতো"
অপর পাশ: "শফিক"
আমি: "নাহ নাহ, wrong number"
অপর পাশ: "ও, আচ্ছা আপনার নাম কি, আপনি কি করেন"
আমি:
মুখ খারাপের কারণ হল আমি প্রতি মাসে এই রকম দুই একটা কল পাই। গতবার decision নিলাম, এরপর থেকে এই যাতী্য় কলারদেরকে ইচ্ছা মতন গালাগাল করব।
এই ভাবে ছেলেরা মেয়েদেরকে(known/unknown) বিরক্ত করার কথা শুনা যায়, কিন্তু ছেলের কন্ঠ শুনেও তার আমার পরিচয় জানার এত শখ কেন?
ভাইজানেরা, আপনাদের কারো বেলায় এই রকম হয়েছে? হয়ে থাকলে আপনারা কিভাবে তা handle করেছেন?
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





